For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মৃতি মান্ধানা কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে গেলেন, দুই ফরম্যাটেই উজ্জ্বল উপস্থিতি

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের টি ২০ আন্তর্জাতিকে আইসিসি-র ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানা। একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও তাঁর অবস্থানগত উন্নতি হয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ড সফরে। তিন ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচটি জিতেছে। তারই মধ্যে এই খুশির খবর।

স্মৃতি মান্ধানা কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে গেলেন

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অবশ্য হেরে গিয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। যদিও ওপেনার মান্ধানা তিন ম্যাচে ১১১ রান করেছিলেন। ডার্বিতে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিতে তিনি অপরাজিত ছিলেন ৭৯ রানে। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই দুই ধাপ উঠে তিনি চলে এলেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। একদিনের আন্তর্জাতিকে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাটার টি ২০ আন্তর্জাতিকে এতটা উপরে এলেন এই প্রথম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে স্মৃতি সর্বাধিক ৯১ রান করে দলের জয়ে ভূমিকা নেন। ম্যাচের সেরাও হয়েছেন। এই পারফরম্যান্সের দৌলতে তিনি একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে সপ্তম স্থানে চলে এসেছেন। গত মাসে টি ২০ আন্তর্জাতিকে তৃতীয় স্থানে ছিলেন স্মৃতি। এবার মেগ ল্যানিংকে টপকে দখল করলেন দ্বিতীয় স্থান।

ইংল্যান্ডের বিরুদ্ধেই দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত অধিনায়ক চার ধাপ উঠে ওডিআই র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন। দীপ্তি শর্মা এক ধাপ উঠে ৩২ এবং উইকেটকিপার যস্তিকা ভাটিয়া ৮ ধাপ উঠে ৩৭ নম্বরে রয়েছেন। যস্তিকা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে হাফ সেঞ্চুরি করেছিলেন। বোলারদের তালিকায় দীপ্তি ছয় ধাপ উঠে এসেছেন, তিনি এখন রয়েছেন ১২ নম্বরে। দীপ্তি হোভের ম্যাচটিতে ৩৩ রানে দুই উইকেট দখল করেন। কাল ক্যান্টারবারিতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। এই সিরিজের তৃতীয় ম্যাচটি হবে শনিবার। সেটি ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচও। তবে তার আগে কাল দিন-রাতের ম্যাচটি জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত।

টি ২০ আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় হরমনপ্রীত এক ধাপ উঠেছেন, রয়েছেন ১৪ নম্বরে। বোলারদের তালিকায় রেণুকা সিং তিন ধাপ উঠে ১০ এবং স্পিনার রাধা যাদব ৪ ধাপ উঠে ১৪ নম্বরে রয়েছেন। অলরাউন্ডার স্নেহ রানা ও পূজা বস্ত্রকার যুগ্মভাবে রয়েছেন ৪১-এ। টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন বেথ মুনি, কমনওয়েলথ গেমসে সর্বাধিক রান করার দৌলতে। সেই স্থান তিনি দখলে রেখেছেন।

কবাডি খেলোয়াড়দের খাবার রাখা শৌচালয়ে! ভাইরাল ভিডিও অস্বস্তি বাড়াতেই কোন পদক্ষেপ যোগী সরকারের?কবাডি খেলোয়াড়দের খাবার রাখা শৌচালয়ে! ভাইরাল ভিডিও অস্বস্তি বাড়াতেই কোন পদক্ষেপ যোগী সরকারের?

English summary
Smriti Mandhana Achieved A Career-Best World Number 2 Rank In T20Is. She Also Climbed To The 7th Spot In ODIs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X