For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কাছে হেরেও জয়ের অনুভূতি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের! কারণটা কী?

Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের লাগাতার ব্যর্থতা অব্যাহত। তবে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারতের কাছে তিন রানে হারার মধ্যেও অনেক ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরাণ। কাল সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামার আগে দলের লড়াকু স্পিরিটে মুগ্ধ ক্যারিবিয়ান অধিনায়ক।

ভারতের কাছে হেরেও জয়ের অনুভূতি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের!

৫০ ওভারে ভারতের ৭ উইকেটে ৩০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলতে সক্ষম হয়। বল হাতে আলজারি জোসেফ ও গুডাকেশ মোতি দুটি করে এবং আকিল হোসেন ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইল মেয়ার্স ৭৫, ব্র্যান্ডন কিং ৫৪ ও শামার ব্রুকস ৪৬ রান করেন। আকিল হোসেন ৩২ বলে ৩২ ও রোমারিও শেফার্ড ২৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে ১৫ রান তুলতে পারেননি। অল্পের জন্য জয় হাতছাড়া হলেও ওয়েস্ট ইন্ডিজ যে পুরো ৫০ ওভার খেলতে পেরেছে সেটা অবশ্যই ইতিবাচক দিক। এই লক্ষ্যের কথাই সিরিজ শুরুর আগে দলকে দিয়েছিলেন হেড কোচ ফিল সিমন্স। সম্প্রতি বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয় ক্যারিবিয়ান বাহিনী। সেটাতে একবারও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। একটি বৃষ্টিবিঘ্নিত ম্য়াচ অবস্য ৫০ ওভারের ছিল না, কিন্তু তাতেও ৯ উইকেট খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকা অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডারকে একদিনের সিরিজে দলে রাখা হয়েছিল। কিন্তু করোনা আক্রান্ত হয়ে তিনি ছিটকে যান। তারপরও রান তাড়া করতে নেমে হার মাত্র ৩ রানে। অধিনায়ক নিকোলাস পুরাণ ম্যাচের শেষে বলেন, এই ম্যাচ আমাদের কাছে তিক্ত ও মিষ্টির মিশ্রণ। অনুভূতিটা কিন্তু জয়েরই। আমরা যে চেষ্টা চালাচ্ছিলাম সেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পেরেছি। আশা করি, এরপর আমরা আরও ভালো খেলব। পুরাণ খুশি দলের ক্রিকেটাররা নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করায়। শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে খেলেই ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে হৃতগৌরব ফেরাতে পারবে বলে আশা তাঁর।

পুরাণ মেনে নেন শুরুটা খুব একটা ভালো হয়নি। যদিও বোলারদের কৃতিত্ব দিচ্ছেন তিনি। বলেন, উইকেট ভালো ছিল। আমরা একটা সময় ভারতকে ৩১৫ রানের মধ্যে বেঁধে ফেলার পরিকল্পনা করি। আকিল, মোতি, আলজারিরা ভালো বোলিং করেছেন। সেই লক্ষ্যে আমরা যেভাবে পৌঁছেছি তা প্রশংসনীয়। ফিল্ডিং, ব্যাটিংও ভালো হয়েছে। পরাজয় স্বীকার কঠিন, কিন্তু এর থেকেই আমরা শিক্ষা নেব। একে অপরের উপর আস্থা রাখতে হবে এবং উন্নতির ধারা চালিয়ে যেতে হবে। অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমরা সঠিক দিশাতেই এগিয়ে চলেছি। পুরাণ যেভাবে সরাসরি থ্রোয় শুভমান গিলকে রান আউট করেন তা অনবদ্য। আকিল ও মোতির সম্মিলিত ২০ ওভারে ১০৫ রান তোলে ভারত, হারায় তিন উইকেট। ৩৯তম ওভারে মোতি হোসেনের বলে দীপক হুডার ক্যাচ না ফেললে সেই উইকেটের সংখ্যা বাড়তেও পারতো।

English summary
Skipper Nicholas Pooran Heaps Praise On West Indies' Fighting Spirit Against India In The First ODI. India Beat West Indies By 3 Runs To Secure 1-0 Lead In The 3-Match Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X