For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-ইংল্যান্ড ম্যাচের রং যে কোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন এই ছয় ক্রিকেটার,এঁদের দিকে নজর রাখতে ভুল করবেন না

ভারত-ইংল্যান্ড ম্যাচের রং যে কোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে এই ছয় ক্রিকেটার, এঁদের দিকে নজর রাখতে ভুল করবেন না

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচই স্থির করে দেবে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোন দল মুখোমুখি হতে চলেছে। মেগা এই ম্যাচকে ঘিরে উন্মদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কারণ এই ম্যাচে ভারতের জয় মানেই ফাইনালে ভারত-পাক মহারণ। এক নজরে দেখে নিন দুই দলের কোন ছয় ক্রিকেটার চোখের পলকে বদলে দিতে পারে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রং।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

এই তালিকায় শীর্ষেই থাকবে বিরাট কোহলির নাম। ম্যাচের যে কোনও মুহূর্তে রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এই ব্যাটসম্যান। ভারতের প্রাক্তন অধিনায়ক চলতি টি ২০ বিশ্বকাপের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী। সুপার ১২-এর পাঁচ ইনিংসে ২৪৬ রান করেছেন সদ্য ৩৫-এ পা দেওয়া কোহলি। এর মধ্যে রয়েছে তিনটি অপরাজিত অর্ধ-শতরান। চলতি টুর্নামেন্টে তাঁর গড় ১২৩।

সূর্যকুমার যাদব:

সূর্যকুমার যাদব:

বিরাট কোহলি ছাড়া আরও কোনও ব্যাটসম্যান যদি এই বিশ্বকাপকে মাতিয়ে রাখেন তা হলে তিনি সূর্যকুমার যাদব। আইসিসি টি ২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা সূর্যকুমার ৭৫ গড়ে ২২৫ রান করেছেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ টি ২০ আন্তর্জাতিক রান ২০২২ সালে পূরণ করেছেন তিনি। একাধিক অর্ধ শতরান এই বিশ্বকাপের সুপার ১২-এ করেছেন সূর্যকুমার। মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ২৫ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতের তুরুপের তাস এই ব্যাটসম্যান।

অর্শদীপসিং:

অর্শদীপসিং:

এই তরুণ পেসার বেশ ভালই পারফর্ম করছেন বিশ্বকাপে। তাঁকে অনেকেই জাহির খানের পরবর্তী সময়ে ভারতের বাম হাতি পেস বোলিং অ্যাটাকের ভবিষ্যৎ মনে করছেন। এখনও পর্যন্ত সুপার ১২-এর পাঁচটি ম্যাচ মিলিয়ে ১০টি উইকেট নিয়েছেন অর্শদীপ। ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় বোলিং লাইনে নিজের ছাপ ফেলছেন অর্শদীপ, এই ম্যাচে তিনি বল হাতে পারেন ম্যাচে ভাগ্য ঘুরিয়ে দিতে।

বেন স্টোকস:

বেন স্টোকস:

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের দিকে বৃহস্পতিবারের ম্যাচে নজর থাকবে ইংল্যান্ডের সমর্থকদের। ইংল্যান্ডদের টেস্ট দলের অধিনায়ক স্টোকস প্রথম তিন ইনিংসে মাত্র ১৬ রান করলেও শনিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছে যা তাঁকে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী করে তুলেছে।

জস বাটলার:

জস বাটলার:

ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম ভরসার জায়গা সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক জস বাটলার। নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জস বাটলার। তিনি প্রথম ১০টা বল কাটিয়ে একটু সেট হয়ে গেলে যে কোনও বোলিং অ্যাটাককে নিয়ে ছেলেখেলা করার ক্ষমতা রাখেন। অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ট্রেন্ট বোল্ট - টিম সাউদির মতো তারকা পেসার সমৃদ্ধ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিল। ফলে বাটলরা এই ম্যাচে যে কোনও মুহূর্তে চালকের আসনে বসাতে পারে ইংল্যান্ডকে।

স্যাম কুরান:

স্যাম কুরান:

চলতি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন তরুণ পেসার স্যাম কুরান। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ১০ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কুরান। ভারতের বিরুদ্ধে এই অলরাউন্ডার বল হাতে জ্বলে উঠলে অবাক করা ঘটনা হবে না সেটি।

গত মরসুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জয়ী দলের দ্বৈরথে শেষ হাসি হাসল নিজামের শহরের দলগত মরসুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জয়ী দলের দ্বৈরথে শেষ হাসি হাসল নিজামের শহরের দল

English summary
Six players to look at in the semifinal between India and England in T20 World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X