For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতকে টেক্কা দিলেন হরমনপ্রীত! আইসিসির বর্ষসেরা ওডিআই দলে ভারত থেকে কোন ৫?

আইসিসি বর্ষসেরা ওডিআই দলের ঘোষণা হলো আজ। পুরুষদের ক্রিকেটে বাবর আজমের নেতৃত্বাধীন দলে ভারত থেকে রয়েছেন শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলাদের দলে ভারত থেকে রয়েছেন ৩ জন।

Google Oneindia Bengali News

পুরুষ ও মহিলাদের একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরা দলের ঘোষণা আজ করল আইসিসি। পুরুষদের বর্ষসেরা ওডিআই দলে ঠাঁই পেলেন না বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা। মাত্র দুজন রয়েছেন প্রথম একাদশে। যদিও মহিলাদের বর্ষসেরা ওডিআই দলে ভারতীয়দের উজ্জ্বল উপস্থিতি। যার জেরে রোহিত শর্মাদের টেক্কা দিলেন হরমনপ্রীত কৌররা। একনজরে দেখে নেওয়া যাক, বর্ষসেরা দুটি দলে কোন ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন?

হরমনপ্রীত অধিনায়ক

হরমনপ্রীত অধিনায়ক

মহিলাদের বর্ষসেরা ওডিআই দলে হরমনপ্রীত কৌরকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি গত বছর মহিলাদের ওডিআইয়ে ২টি শতরান ও ৫টি অর্ধশতরান করেন। ৫টি উইকেটও নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন অপরাজিত ১৪৩ রানের ইনিংস। হরমনপ্রীতের নেতৃত্বাধীন বর্ষসেরা দলে অপর দুই ভারতীয় হলেন স্মৃতি মান্ধানা এবং রেণুকা সিং। দলের বাকি সদস্যরা হলেন অ্যালিসা হিলি (উইকেটকিপার), লরা উলভার্ট, ন্যাট সিভার, বেথ মুনি, অ্যামিলিয়া কের, সোফি একলেস্টোন, আয়াবঙ্গা খাকা ও শবনিম ইসমাইল।

মান্ধানা ও রেণুকার পারফরম্যান্স

মান্ধানা ও রেণুকার পারফরম্যান্স

গত বছর মান্ধানা একটি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন ৫০ ওভারের ক্রিকেটে। মহিলাদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ১২৩। সেপ্টেম্বরে হোভে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯১ রান করেন। রেণুকা সিং ৭ ম্যাচ খেলে ১৮ উইকেট নেন। সেরা বোলিং শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধেও ইনিংসে চার উইকেট নেন।

বাবরের দলে ভারতের ২

বাবরের দলে ভারতের ২

পুরুষদের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক দলের নেতৃত্বে বাবর আজম। দলে রয়েছেন ২ জন ভারতীয়। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার এবং মহম্মদ সিরাজ। গত বছর ভারত টি ২০ আন্তর্জাতিকই বেশি খেলেছে। যার জেরে বিরাট কোহলি, রোহিত শর্মারা ঠাঁই পাননি আইসিসির ঘোষিত দলে। বাবর আজমের দলে রয়েছেন ট্রেভিস হেড, শেই হোপ, শ্রেয়স আইয়ার, টম লাথাম (উইকেটকিপার), সিকান্দর রাজা, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

একনজরে পরিসংখ্যান

একনজরে পরিসংখ্যান

২০২২ সালে শ্রেয়স আইয়ার ১৭টি ওডিআই খেলেছেন। ৫৫.৬৯ গড় রেখে ৭২৪ রান করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাট করেছেন চার নম্বরে। একটি শতরান ও ৬টি অর্ধশতরান করেন। গত বছর অনেকটা সময়ই জসপ্রীত বুমরাহ সুযোগ পাননি। তাঁর অনুপস্থিতিতে নিজেকে দারুণভাবে মেলে ধরে এখন ওডিআই দলে জায়গা পাকা করে নিয়েছেন মহম্মদ সিরাজ। গত বছর তিনি ১৫ ম্যাচে ২৪ উইকেট নেন। ইকনমি ৪.৬২, গড় ২৩.৫০। সেরা ফিগার ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট।

English summary
Mohammed Siraj And Shreyas Iyer Are The Only Two Indians In The Babar Azam-Led ICC ODI Team Of The Year. Harmanpreet Kaur Has Been Named As Skipper Of ICC Women's ODI Team Of The Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X