For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল থেকে খালি হাতে ফিরল ছেলে, শিখরকে ফেলে পেটালেন বাবা

Array

Google Oneindia Bengali News

ব্যাট হাতে এবারভেক্টা দারুণ সিজন গেল শিখর ধাওয়ানের। তার দল পাঞ্জাব কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ প্লে অফের যোগ্যতা অর্জন করতে না পারলেও তিনি ব্যাক্তিগতভাবে দারুণ ফর্মে ছিলেন। অভিজ্ঞ ব্যাটারের এটাই ছিল পাঞ্জাবের হয়ে প্রথম মরসুম। এর আগে দিল্লির হয়ে খেলছিলেন তিনি।

সেখানেও দারুণ সফল ছিলেন। দিল্লি তাঁকে ছেড়ে দিতেই তাঁকে তুলে নেয় পাঞ্জাব। ওপেনার হিসাবে দারুণ কাজ করে যান শিখর, কিন্তু দল যে হেরো। সে কে.এল রাহুল হোক অধিনায়ক কিংবা ্মায়াঙ্ক আগারওয়াল। কুম্বলের দলের ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। শেষ তারা ভালো খেলেছিল ২০১৪ সালে। তারপর থেকে সেই থোর বড়ি খারা, খারা বড়ি থোর।

আইপিএল থেকে খালি হাতে ফিরল ছেলে, শিখরকে ফেলে পেটালেন বাবা

এই মরসুমে ১৪ ম্যাচে ৩৮.৩ গড়ে ৪৬০ রান করন শিখর। তবে, তিনি তার দলকে প্লে অফে নিয়ে যাওয়ার আশা করেছিলেন , সেটা হয়নি। আর তা না হওয়াতেই তাঁর বাবা গেলেন বেদম রেগে। শিখরকে ঘা কতক দিয়েই দিলেন বাড়িতে ফিরতেই। এমনই ভিডিও দেখা গেল তাঁর সোশ্যাল মাধ্যমে। ধাওয়ান এমনিতেই অনেক মজার সোশ্যাল মিডিয়া পোস্ট নিজের ওয়ালে পোস্ট করেন। নানা কীর্তি কলাপ তিনি করে থাকেন সোশ্যাল মাধ্যমে। লকডাউনে ভাইরাল হয়েছিল শিখর ও তাঁর স্ত্রীয়ের নানা ভিডিও। এখন তাঁর জীবনে স্ত্রী নেই। তাঁকে মেরে ইস্ত্রি করে দিলেন তাঁর বাবা নিজেই।

ধাওয়ানকে তার বাবার দ্বারা মারধর করতে দেখা যায়। তার পরিবারের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে। বাবাকে আটকায় কার সাধ্যি। ফেলে মারলেন ধাওয়ানকে। ধাওয়ান ভিডিওটির ক্যাপশন দিয়েছেন,"নক আউটের জন্য যোগ্যতা অর্জন না করতে পারিনি। বাবাও নক আউট করে দিল" । তবে ভিডিওটি মজা করে বানিয়েছেন শিখর। গব্বরের ফ্যানরাও সেই ভিডিও দেখে হেসে লাট।

ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং লিখেছেন: "বাপ্পু তেরে সে বি আপর কা অভিনেতা নিকলে.. কেয়া বাত হ্যায়।" অর্থাৎ তোর বাবা তোর থেকেও ভালো অভিনয় করে জানিস। ধাওয়ানের পিবিকেএস সতীর্থ হারপ্রীত ব্রারও পোস্টটিতে কমেন্ট করেছেন। তিনি বলেছেন: "হাহা আঙ্কেল অন ফায়ার পাজি।"

প্রসঙ্গত পিবিকেএস ১৪ ম্যাচে সাতটি জিতে আইপিএল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে শেষ করে। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দলটি মরসুমটি দুর্দান্তভাবে শুরু করেছিল তবে শেষটা ভালো করতে পারেনি। তাই প্লে অফ খেলা হয়নি। ঘটনা হল ব্যাট হাতে দুর্দান্ত খেলা সত্ত্বেও, ধাওয়ানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আসন্ন টি-২০ সিরিজের জন্য দলে রাখা হয়নি। ভারত ৯ জুন থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (সহ-অধিনায়ক) (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ চাহাল। , অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হারশাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং, উমরান মালিক।

English summary
sikhar beateb by his father after coming back from ipl with empty hands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X