For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস তৈরি করলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, আইসিসি'র পক্ষ থেকে পেলেন এই সম্মান

ইতিহাস তৈরি করলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, আইসিসি'র পক্ষ থেকে পেলেন এই সম্মান

Google Oneindia Bengali News

জিম্বাবোয়ের ক্রিকেটের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরেছেন সিকান্দার রাজা। এ বার তাঁর গুরুত্ব সেই দেশের ক্রিকেটের ইতিহাসে আরও বাড়ল। আইসিসি'র পক্ষ থেকে যে সম্মান তিনি পেলেন তা এর আগে জিম্বাবোয়ের কোনও ক্রিকেটার অর্জন করতে পারেনি। আইসিসি'র বিচারে অগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা। জিম্বাবেয়র ক্রিকেট ইতিহাসে রাজাই প্রথম যিনি আইসিসি'র বিচারে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

ইতিহাস তৈরি করলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, আইসিসির পক্ষ থেকে পেলেন এই সম্মান

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পিছনে ফেলে আইসিসির বিচারের মাসের সেরা ক্রিকেটার তিনি নির্বাচিত হয়েছেন। এই মাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি শতরান করেছে রাজা। এই কৃতিত্ব অর্জন করার পর সিকান্দার রাজা আইসিসি'র মিডিয়া চ্যানেলকে বলেছেন, "আইসিসির থেকে মাসের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার পেয়ে আমি খুশি এবং সম্মানিত। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এই সম্মান পেয়ে আমি খুশি।"

এক জন আদর্শ ক্রিকেটার তাঁর সাফল্যের দিনে সব সময় কৃতিত্ব জানান সতীর্থদের এবং সাপোর্ট স্টাফকে। সিকান্দার কোনও ব্যতিক্রমী চরিত্র নয়। সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, "আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা বিগত তিন-চার মাস আমার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছে। টেকনিক্যাল স্টাফ থেকে ক্রিকেটার প্রত্যেকে। তোমাদের ছাড়া এটা সফল হত না।"

বাংলাদেশের বিরুদ্ধে অগস্ট মাসে প্রথম শতরানটি করেন সিকান্দর রাজা। মাসের শুরুতেই ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এমন একটা সময়ে তিনি ব্যাটিং করতে এসেছিলেন যেখানে ৩০৪ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিংস নরবর করছে ৬২/৩ রানে। এর পরের ম্যাচেও একই ছন্দে ছিলেন সিকান্দার রাজা। তাঁর ১২৭ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংসের উপর নির্ভর করে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জেতে জিম্বাবোয়ে।

এই অভিজ্ঞ অলরাউন্ডার ভারতের বিরুদ্ধেও তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে জয় এনে দিচ্ছিলেন কিন্তু সতীর্থদের থেকে সাপোর্ট না পাওয়ায় পারেননি। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ওডিআই ম্যাচে তখন ১৫ রান বাকি ছিল শেষ ওভারে জিম্বাবোয়ের জয়ের জন্য যখন ১১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার। শেষ পর্যন্ত ১৩ রানে ম্যাচ হারে আফ্রিকার দেশটি এবং ৩-০ ব্যবধানে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ভারত। আসন্ন টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের জার্সিতে দেখা যেতে চলেছে এই অলরাউন্ডারকে। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার সিকান্দার রাজা।

রোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকারোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকা

English summary
Sikandar Raza becomes first Zimbabwean cricketer to win ICC player of the month honor for August 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X