For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গিলের দুর্দান্ত অর্ধশতরানে সিডনি টেস্টে লড়ছে ভারত, দ্বিতীয় দিনের শেষে রাহানেদের স্কোর ৯৬/২

গিলের দুর্দান্ত অর্ধশতরানে সিডনি টেস্টে লড়ছে ভারত, দ্বিতীয় দিনের শেষে রাহানেদের স্কোর ৯৬/২

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ঝকঝকে অর্ধশতরান করে ক্রিকেট দুনিয়ার নজর কাড়লেন তরুণ শুভমান গিল। তাঁর পারফরম্যান্সের সৌজন্যে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটের বিনিময়ে রান ৯৬। ক্রিজে অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা।

গিলের দুর্দান্ত অর্ধশতরানে সিডনি টেস্টে লড়ছে ভারত, দ্বিতীয় দিনের শেষে রাহানেদের স্কোর ৯৬/২

সিডনি টেস্টে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটানো অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর দ্বিতীয় ওপেনার উইল পুকোভস্কির সঙ্গে মার্নাস লাবুশেনের ১০০ রানের পার্টনারশিপ হয়। স্টিভ স্মিথের সঙ্গেও ১০০ রানের পার্টনারশিপ গড়েন মার্নাস। তবে তিনি নিজে ৯১ রান করে সাজঘরে ফিরে যান। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ২২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্টিভ স্মিথ। ৩৩৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

ভারতের হয়ে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। স্মিথকে দুর্দান্ত রান আউটও করেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং ডেবিউট্যান্ট নভদীপ সাইনি। এক উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের প্রথম ইনিংসের শুরুটা দারুণ হয়। আইপিএলের পর চোট সারিয়ে ফের বাইশ গজে নামা রোহিত শর্মা ও তরুণ শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান। ২৬ রান করে আউট হন রোহিত। ১০১ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে আরও একবার ক্রিকেট দুনিয়ার নজর কাড়েন ভারতীয় ওপেনার। আটটি চার আসে গিলের ব্যাট থেকে।

দিনের শেষে ক্রিজ আকড়ে পড়ে থাকা ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫ রানে দাঁড়িয়ে রয়েছেন। ৯ রানে খেলছেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন জোশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। উইকেট না পেলেও বেশ ভাল বোলিং করেন বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও স্পিনার নাথান লায়ান। তৃতীয় দিনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

English summary
Shubman Gill shines as Team India's fight on against Australia in Sydney test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X