For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিল কাউন্টি অভিষেকে খেললেন দুরন্ত ইনিংস, জন্মদিনের আগে শতরান না পেয়েও কেন সন্তুষ্ট?

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিলের আজ জন্মদিন। ২৩ পূর্ণ করলেন পাঞ্জাবের এই ব্যাটার। এখন তিনি ব্যস্ত গ্ল্যামারগনের হয়ে কাউন্টি খেলতে। কাউন্টি অভিষেকে প্রথম ইনিংসে এখনও অবধি তিনিই দলের সর্বাধিক রান সংগ্রহকারী। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুভমান গতকাল আউট হন ৯২ রান করে।

জন্মদিনের আগে শতরান না পেয়েও গিল কেন সন্তুষ্ট?

(ছবি- শুভমান গিলের ইনস্টাগ্রাম স্টোরি)

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ২-র ম্যাচে ওরচেস্টারশায়ার ৯ উইকেটে ৪৫৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। গতকাল তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৭৫.২ ওভারে গ্ল্যামারগন ৮ উইকেট হারিয়ে ২৪১ রান তুলেছে। গ্ল্যামারগনকে ফলো অন এড়াতে আরও ৬৪ রান করতে হবে। গ্ল্যামারগনের হয়ে খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছিলেন গিল, প্রথম বলই মিড অন অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে। দায়িত্বশীল ইনিংস উপহার দিয়ে তিনি এই ম্যাচে গ্ল্যামারগনকে লড়াইয়ে রেখেছেন।

ডেভিড লয়েডের দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমান। চতুর্থ ওভারের শেষ বলে ২১ রানে গ্ল্যামারগন অধিনায়কের উইকেটটি হারানোর পর। শুভমান যখন নিজে আউট হলেন তখন গ্ল্যামারগনের সংগ্রহ ৬৬.২ ওভারে ৭ উইকেটে ২৩০ রান। ২৮১ মিনিট ক্রিজে কাটিয়ে ১৪৮ বলে ৯২ রান করেন শুভমান গিল। তাঁর ইনিংসে রয়েছে আটটি চার ও একটি ছয়। শুভমান ও এডি ব্রায়ান দ্বিতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন। ওপেনার ব্রায়ান ৯২ বলে ৬৭ রান করেন। বাকিরা বলার মতো রান পাননি। এড বার্নার্ডের বলে লেগ বিফোর হন গিল। তবে তিনি আউট হওয়ার দুই বল পরেই আলো কমে আসার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

জন্মদিনের প্রাক্কালে শতরান হাতছাড়ার হতাশা কিছুটা রয়েছে গিলের। তবে নিজের লক্ষ্য পূরণ করতে পারায় তিনি সন্তুষ্টও। গিল বলেন, কাউন্টি খেলতে পারা দারুণ অভিজ্ঞতা। যত বেশি সম্ভব ক্রিজে কাটানোই লক্ষ্য ছিল। আমাদের দেশের তুলনায় এখানকার পরিবেশ-পরিস্থিতি অনেকই আলাদা। বিশেষ করে বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালে তারপর যখন ফের শুরু হয়, তখন পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকে। ইংল্যান্ডের মাটিতে খেলার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কার্যকরী হবে বলেও আশাবাদী শুভমান। তিনি আরও বলেন, প্রতিপক্ষের বোলাররা ভালো বল করছিলেন, ভালো জায়গায় বল রাখছিলেন। বৃষ্টির আগে না পরে আউট হলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে আউট হলে হতাশা থাকেই। ৯২ রানে আউট হয়ে আমি হতাশ। তবে নিজের পারফরম্যান্সে খুশি। অনেকক্ষণ ক্রিজে থেকে ব্যাট করতে পেরেছি। এই ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গ্ল্যামারগনের হয়ে পরবর্তী ইনিংসগুলিতেও সাফল্যের সরণিতেই থাকতে চান শুভমান

English summary
Shubman Gill Has Scored 92 Runs On Glamourgan Debut Ahead Of His Birthday. I Was Pretty Satisfied With My Own Performance Because I Wanted To Spend Some Time Out In The Middle, Says Gill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X