For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিল টি ২০ আন্তর্জাতিকে হাঁকালেন প্রথম শতরান, সচিনের সামনেই ভেঙে দিলেন বিরাট-কীর্তি

শুভমান গিল আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে শতরান হাঁকালেন। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে পঞ্চম ভারতীয় হিসেবে শতরান করার ফাঁকে ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।

Google Oneindia Bengali News

শুভমান গিল স্বপ্নের ফর্মে রয়েছেন। তিনি আইপিএল খেলেন গুজরাত টাইটান্সে। সেই দলের হোম গ্রাউন্ড আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান পেয়ে গেলেন টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরান। আগে গিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ইডেনে টি ২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করেছিলেন। এবার আন্তর্জাতিক টি ২০-তে প্রথম শতরান তো করলেনই, ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।

সচিনের সামনে গিলের শতরান

সচিনের সামনে গিলের শতরান

সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় মাঝেমধ্যেই। সারা তেন্ডুলকরকে ছেড়ে শুভমান এখন সারা আলি খানে মজেছেন বলেও জোর চর্চা। আজ আমেদাবাদে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সামনেই টি ২০ আন্তর্জাতিকে কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন শুভমান। ৩৫ বলে সাতটি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর শতরানে পৌঁছতে নিলেন ১৯টি বল। নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে ৫৪ বলে সেঞ্চুরি হাঁকান গিল। শতরানের সময় তাঁর নামের পাশে ১০টি চার ও ৫টি ছয়।

বিধ্বংসী সেঞ্চুরি

বিধ্বংসী সেঞ্চুরি

টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ২৩৪ রানে পৌঁছয় শুভমানের বিস্ফোরক ইনিংসের দৌলতেই। শেষ অবধি গিল অপরাজিত থাকেন ৬৩ বলে ১২৬ রান করে, স্ট্রাইক রেট ২০০। এদিন কেরিয়ারের ষষ্ঠ টি ২০ আন্তর্জাতিক খেলছেন গিল। মোট ২০২ রান করেছেন। ব্যাটিং গড় দাঁড়াল ৪০.৪০, স্ট্রাইক রেট ১৬৫.৫৭। চলতি বছর শ্রীলঙ্কা সিরিজে তাঁর টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল।

স্বপ্নের ফর্মে

স্বপ্নের ফর্মে

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭, ৫ ও ৪৬ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে আউট হয়েছিলেন ৭ ও ১১ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে যে প্রতিযোগিতা তাতে চাপও বাড়ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে দুরন্ত শতরান উপহার দিলেন। ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ১১৬ করেছিলেন। এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে খেলেন ২০৮ রানের ইনিংস। তার পরের ম্যাচে অপরাজিত ছিলেন ৪০ রানে। কিউয়িদের বিরুদ্ধে ইন্দোরে শেষ ওডিআইয়ে করেন ১১২। এর পর দুটি ইনিংস পর ফের শতরান শুভমানের ব্য়াটে।

ভাঙলেন বিরাট-রেকর্ড

ভাঙলেন বিরাট-রেকর্ড

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরান করলেন গিল। রোহিত শর্মার চারটি টি ২০ আন্তর্জাতিক শতরান রয়েছে। সূর্যকুমার যাদবের টি ২০ আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৩। লোকেশ রাহুলের রয়েছে ২টি এবং বিরাট কোহলির ১টি সেঞ্চুরি। টি ২০ আন্তর্জাতিকে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে কিং কোহলি ১২২ রানে অপরাজিত ছিলেন। টি ২০ আন্তর্জাতিকে সেটিই ছিল ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক স্কোর। সেই রান এদিন টপকে গিয়ে বিরাটের রেকর্ড ভেঙে দিলেন গিল।

English summary
Shubman Gill Gets His Maiden T20I Hundred And Overtakes Virat Kohli's Record In Ahmedabad. Gill Becomes Fifth Indian To Hit T20I Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X