For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Shubman Gill: শুভমান গিলের দুরন্ত শতরান, তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও বড় রানের দিকে ভারত

Google Oneindia Bengali News

দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরানটি পেয়ে গেলেন শুভমান গিল। তাঁর দুরন্ত শতরান এবং বিরাট কোহলির সঙ্গে শতাধিক রানের পার্টনারশিপে ভর করে ভারত তিরুবনন্তপুরমে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের দিকে এগিয়ে চলেছে।

শুভমান গিলের দুরন্ত শতরান, তৃতীয় একদিনের আন্তর্জাতিকে

বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০তম ম্যাচটি খেলছেন। তাতে তিনি ৬৫তম অর্ধশতরানটি পূর্ণ করেছেন। ৮৯ বলে শতরান পূর্ণ করেন গিল।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ওঠে ৯৫ রান। ১৫.২ ওভারে দলগত ৯৫ রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে রোহিত ৪৯ বলে ৪২ রান করেন। তাঁকে সাজঘরে ফেরান চামিকা করুণারত্নে। তারপর থেকেই ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট ও গিল।

শুভমান গিল এদিন অর্ধশতরানটি পূর্ণ করেন ৫২ বলে। বিরাট কোহলির ৪৮ বলে বাফ সেঞ্চুরি পূর্ণ করার পরই শতরানে পৌঁছে যান শুভমান। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট ও গিলের একশো রানের পার্টনারশিপ পূর্ণ হতে লাগে ৯০ বল। শুভমান গিল শতরান পূর্ণ করার সময় অবধি ১১টি চার ও ২টি ছয় মেরেছিলেন। শুভমান গত ২২ অগাস্ট হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে ১৩০ রান করেছিলেন। সেটিই এতদিন ছিল ওডিআইয়ে তাঁর একমাত্র শতরান। তার আগে ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিল ৯৮ বলে ৯৮ করে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে শুভমান গিল রান না পাওয়ায় আজকের ম্যাচে ঈশান কিষাণকে খেলানোর পক্ষে অনেকে সওয়াল করেছিলেন। যদিও এদিনের শতরান শুভমানকে অনেকটাই স্বস্তি দিল। এদিন তিনি কাসুন রাজিথার বলো বোল্ড হন। ১৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯৭ বলে ১১৬ রান করেছেন পাঞ্জাবের এই ব্যাটার। ৩৩.৪ ওভারে ২২৬ রানে ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে। এদিকে, বিরাট কোহলি চামিকা করুণারত্নের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৬৩ রানে পৌঁছে যেতেই চলে এলেন ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে।

English summary
Shubman Gill Gets His 2nd ODI Hundred And The First One Against Sri Lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X