For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান একাই ২০৮! ঈশান কিষাণের রেকর্ড ভাঙলেন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

  • |
Google Oneindia Bengali News

ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ২৪ বছরের ঈশান কিষাণ। সর্বকনিষ্ঠ হিসেবে গড়া ঈশান কিষাণের সেই রেকর্ড আজ হায়দরাবাদে ভেঙে দিলেন বছর তেইশের শুভমান গিল। তাঁর দুরন্ত দ্বিশতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে রানের পাহাড়ে নিয়ে গেল ভারতকে।

গিলের দ্বিশতরান

গিলের দ্বিশতরান

শুভমান গিল এদিন ১৯তম একদিনের আন্তর্জাতিক খেলছেন। কেরিয়ারের তৃতীয় তথা দেশের মাটিতে টানা দ্বিতীয় ওডিআই শতরান হাঁকানোর পর শুভমান দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এই নজির গড়তে তাঁর দরকার ছিল ১০৬ রান। ভারতের কোনও ব্যাটার যেখানে ৩৫ রান পেরোননি, সেখানে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলল শুভমান গিলের দাপটেই।

সর্বকনিষ্ঠ হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি

সর্বকনিষ্ঠ হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি

ভারতের স্কোর তখন ৪৮ ওভারে ৭ উইকেটে ৩১৮। শুভমান গিল অপরাজিত ১৮২ রানে। নিজামের শহরে কেরিয়ারের প্রথম দ্বিশতরানটি শুভমান পাবেন কিনা তা নিয়ে যখন চর্চা চলছে, তখনই ছক্কার হ্যাটট্রিক। ৪৯তম ওভারে বল করতে এসেছিলেন আইপিএলে দ্রুততম বলটি করার মালিক লকি ফার্গুসন। তাঁর প্রথম তিনটি বলেই তিনটি ছক্কা হাঁকিয়ে ২০০-তে পৌঁছে যান গিল। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা ও ঈশান কিষাণ এর আগে ওডিআই দ্বিশতরান করেছেন। আজ সেই তালিকায় যোগ হলো শুভমানের নাম। ৪৯তম ওভারে ২১ রান তোলে ভারত। ৫০তম ওভারে হেনরি শিপলের প্রথম বলেও ছক্কা মেরেছিলেন। কিন্তু তার পরের বলেই আউট হন শুভমান।

সতীর্থদের ব্যর্থতা ঢেকে দাপুটে ইনিংস

সতীর্থদের ব্যর্থতা ঢেকে দাপুটে ইনিংস

এদিনের ইনিংসটি খেলার সময় কয়েকটি জীবন পান শুভমান। ব্যাটিংয়ের সময় ফিজিওকে ডেকে শুশ্রূষাও নিতে হয়। ৫২ বলে অর্ধশতরান, ৮৭ বলে শতরান, ১২২ বলে ১৫০ রান পূর্ণ করেছিলেন গিল। দ্বিশতরান আসে ১৪৫ বলে। ফলে ১০০ থেকে ১৫০-এ পৌঁছতে নেন ৩৫ বল, দেড়শো থেকে দুশোয় পৌঁছে যান ২৩ বলে। ১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রান করেন শুভমান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৩৮ বলে ৩৪, বিরাট কোহলি ১০ বলে ৮, ঈশান কিষাণ ১৪ বলে ৫, সূর্যকুমার যাদব ২৬ বলে ৩১, হার্দিক পাণ্ডিয়া ৩৮ বলে ২৮, ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ১২ ও শার্দুল ঠাকুর ৩ বলে ৩ রান করেন।

হার্দিকের আউট নিয়ে সংশয়

হার্দিকের আউটটি নিয়ে অবশ্য সংশয় রয়েছে। ড্যারিল মিচেলের বলে তিনি বোল্ড হলেও বল আদৌ উইকেটে লেগেছিল কিনা তা স্পষ্ট নয়। তৃতীয় আম্পায়ার অনেকক্ষণ রিপ্লে দেখে হার্দিককে আউট দিলেও ভারতের টি ২০ অধিনায়ক সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। রিপ্লে দেখে তিনিও বলেন, বল উইকেটকিপার টম লাথামের হাতে জমা পড়ার আগে অবধি উইকেটের বেল পড়েনি এবং বল বেলের উপর দিয়েই গিয়েছে। আগেও লাথামের গ্লাভসের ছোঁয়ায় উইকেটের আলো জ্বলেছে। বল তাঁর হাতে পৌঁছনোর আগেই। এখানেও লাথামের গ্লাভসে লেগে উইকেটের বেল পড়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন শিপলে ও মিচেল। লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট। ভারত শেষ ৫ ওভারে ৫৭ রান তুলেছে। শেষ ১০ ওভারে আসে ৯৮।

English summary
Shubman Gill Becomes Youngest Player To Score Double Hundred In ODIs. India Set The Target Of 350 Runs For New Zealand In The First ODI In Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X