রোহিত একান্তই না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে টিম ইন্ডিয়ার পরিবর্ত কে হবেন?
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে খেলতে পারবেন না ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিমান হয়তো ধরতে পারবেন ফাস্ট বোলার ইশান্ত শর্মাও। ফলে প্ল্যান বি তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া তথা বিসিসিআই। হিটম্যানের সম্ভাব্য পরিবর্ত খুঁজে ফেলা হয়েছে বলেও খবর।

রোহিতের পরিবর্ত শ্রেয়স
চোটগ্রস্ত রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় টেস্ট দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। হিটম্যান অজিভূমে পৌঁছতে না পারলে, তাঁর পরিবর্তে শ্রেয়স আইয়ারকে রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভূক্ত করতে পারে বিসিসিআই। যদিও আইয়ারের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলতে অস্ট্রলিয়াতই রয়েছেন শ্রেয়স।

সুস্থ নন রোহিত ও ইশান্ত!
আইপিএল ২০২০ খেলতে গিয়ে চোট পাওয়া রোহিত শর্মা এবং ইশান্ত শর্মার ফিটনেস ট্রেনিং এবং অনুশীলন চলছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে। সূত্রের খবর, দুই ক্রিকেটারের চোটের পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় অ্যাকাডেমির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান রাহুল দ্রাবিড়। সেখানে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা খুব একটা আশাব্যঞ্জক নয় বলে জানানো হয়েছে। রোহিত এবং ইশান্তকে সুস্থ হতে আরও সময় দিতে চায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।

অস্ট্রেলিয়ায় নেই রোহিত ও ইশান্ত
চোট নিয়ে আইপিএল ২০২০-এর ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা সত্ত্বেও অস্ট্রেলিয়াগামী টিম ইন্ডিয়ার ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে রোহিত শর্মাকে। তাঁকে কেবল টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছে। তবে মাঠে নামতে হিটম্যানকে ফিটনেস টেস্ট দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। অন্যদিকে ইশান্ত শর্মার চোট গুরুতর হওয়ায় তাঁকে আইপিএল ২০২০-এর মাঝপথেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। নিজেকে ফিট প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় টেস্ট দলে ইশান্তকে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরোপুরি সুস্থ না হওয়ায় দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।

কোচ শাস্ত্রীর বক্তব্য
ওপেনার রোহিত শর্মা এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য সময় বেঁধে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মাঠে নামতে হলে দুই থেকে তিন দিনের মধ্যে নিজেদের ফিট প্রমাণ করতে হবে দুই ক্রিকেটারকে। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিত ও ইশান্তকে। তারপর দুই ক্রিকেটার টেস্টের জন্য যে প্রস্তুতি পাবে, তা উপযুক্ত হবে না বলে মনে করেন শাস্ত্রী।
বুমরাহ-শামিদের সতর্ক করে বর্ডার-গাভাসকর সিরিজের মঞ্চ বেঁধে দিলেন স্মিথ!