For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলেই শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার, টি২০ বিশ্বকাপে কি ফিরতে পারবেন ভারতীয় ব্যাটসম্যান?

এপ্রিলেই শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার, টি২০ বিশ্বকাপে কি ফিরতে পারবেন ভারতীয় ব্যাটসম্যান?

  • |
Google Oneindia Bengali News

আইপিএল তো দূর, আগামী ৬ মাসের আগে শ্রেয়স আইয়ারের মাঠে ফেরার কোনও সম্ভবনা নেই বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও ভারতীয় ব্যাটসম্যানের কাঁধে অস্ত্রোপচার যে অবশ্যম্ভাবী এবং সেই দিনও নির্ধারিত, তাও সূত্র মারফত জানানো হয়েছে। সেক্ষেত্রে আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে শ্রেয়সের অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

৮ এপ্রিল অস্ত্রোপচার

৮ এপ্রিল অস্ত্রোপচার

বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানা গিয়েছে, শ্রেয়স আইয়ারের চোট এতটাই গুরুতর যে তাঁর কাঁধে অস্ত্রোপচার না করলেই নয়। আগামী ৮ এপ্রিলেই এই গুরু কাজ সম্পন্ন করা হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মাঠে ফিরবেন কবে

মাঠে ফিরবেন কবে

বিসিসিআই সূত্রে খবর, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে শ্রেয়স আইয়ারের চার থেকে পাঁচ মাস সময় লেগে যেতে পারে। এই দীর্ঘ সময়ে ভারতীয় ব্যাটসম্যান বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনে পাঠানো হতে পারে বলে খবর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই শ্রেয়স ম্যাচ ফিট হয়ে উঠবেন বলে খবর।

টি২০ বিশ্বকাপ খেলবেন শ্রেয়স

টি২০ বিশ্বকাপ খেলবেন শ্রেয়স

আগামী অক্টোবর থেকে নভেম্বরে ভারতের বুকে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ওই টুর্নামেন্টে খেলতে হলে শ্রেয়স আইয়ারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের ২ কিলোমিটার ফিটনেস টেস্টে ডানহাতি ব্যাটসম্যানকে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।

শ্রেয়সের চোট কতটা গুরুতর

শ্রেয়সের চোট কতটা গুরুতর

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভার চলার সময় ঝাঁপিয়ে বল ধরতে গিয়ে বাজে ভাবে পড়ে যান মুম্বইকর। যন্ত্রণায় কাতর ক্রিকেটারকে তখনই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কাঁধের হাড় না ভাঙলেও শ্রেয়সের চোট যে গুরুতর, তা তাঁর স্ক্যান রিপোর্টেই ধরা পড়েছে। এই অবস্থায় তিনি আপাতত মাঠে নামতে পারবেন না বলে জানানো হয়েছে।

English summary
Shreyas Iyer likely to undergo surgery on 8 April, says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X