ভারত বনাম বাংলাদেশ: শ্রেয়স আইয়ার-লোকেশ রাহুলের ফিটনেস চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কে জিতল দেখুন
বাংলাদেশের বিরুদ্ধে রাজকোটে দ্বিতীয় টি-টেয়ান্টির আগে নিজেদের মধ্যে ফিটনেস চ্যালেঞ্জে মাতলেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। ভারতের নতুন স্ট্রেন্থ ও কন্ডিশানিং কোচ নিক ওয়েবের অধীনে দুই ক্রিকেটার এই ফিটনেস চ্যালেঞ্জে অংশ নেন।

বিসিসিআইয়ের টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, জিমে রোপ চ্যালেঞ্জে দুই ক্রিকেটার অংশ নেন। যেখানে ফিটনেস রোপকে উপর-নীচ করে ঢেউ তৈরি করতে হবে। সেই চ্যালেঞ্জে ৩০ সেকেন্ডে যে বেশি ঢেউ তৈরি করবে সেই চ্যাম্পিয়ন।
পরীক্ষায় সিনিয়র লোকেশ রাহুলকে হারিয়ে দেন শ্রেয়স আইয়ার। নির্ধারিত ৩০ সেকেন্ড রাহুল ৪৫টি ঢেউ তৈরি করেন। সেখানেই ঐ সময়ে লোকেশ রাহুল ৫০টি ঢেউ তৈরি করেন। কন্ডিশানিং কোচ নিক ওয়েব জানিয়েছেন অভিনব এই ফিটনেস চ্যালেঞ্জ টিমের বন্ডিংয়ের জন্য দারুণ উপকারী।
প্রসঙ্গত বৃহস্পতিবার ০-১ পিছিয়ে থাকা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত। দিল্লিতে টাইগারদের বিরুদ্ধে ভারত ম্যাচ হারে ৭ উইকেটের ব্য়বধানে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">WATCH: <a href="https://twitter.com/klrahul11?ref_src=twsrc%5Etfw">@klrahul11</a> & <a href="https://twitter.com/ShreyasIyer15?ref_src=twsrc%5Etfw">@ShreyasIyer15</a> make 'waves' in the gym.<br><br>What's new inside <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a>'s gym session? <a href="https://twitter.com/NickWebb101?ref_src=twsrc%5Etfw">@NickWebb101</a> gives it a twist. <br><br>Find out here -📹📹<a href="https://t.co/tiY845xajG">https://t.co/tiY845xajG</a> - by <a href="https://twitter.com/28anand?ref_src=twsrc%5Etfw">@28anand</a> <a href="https://t.co/0CeNDNDfqa">pic.twitter.com/0CeNDNDfqa</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1192067543009120256?ref_src=twsrc%5Etfw">November 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে দিল্লির পর রাজকোটেও ম্যাচ নিয়ে এবার আশঙ্কা। দূষণের পর এবার বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার সকালে গুজরাত উপকূলে ঘূর্ণিঝড় মহার আছড়ে পড়ার কথা ছিল। এখনও পর্যন্ত যা খবর, সেই ঘূর্ণিঝড় আপাতত শক্তিক্ষয় করেছে। শক্তি হারালেও বুধবার রাত থেকে মহা নিন্মচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।