For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লজ্জার হার ভারতের চোখ খুলে দেবে, বিরাটের সিদ্ধান্তে নাখুশ শোয়েব আখতার

লজ্জার হার ভারতের চোখ খুলে দেবে, বিরাটের সিদ্ধান্তে নাখুশ শোয়েব আখতার

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট যেন এখনও ঘোর থেকে বেরতে পারেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ১০ উইকেটে লজ্জার হার। যারপর সর্বত্র মুম্বই ম্যাচের পারফর্ম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। এবার বিরাটদের পারফর্ম্যান্স নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার।

লজ্জার হার ভারতের চোখ খুলে দেবে, বিরাটের সিদ্ধান্তে নাখুশ শোয়েব আখতার

পাকিস্তানের পাক বোলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন। শোয়েব আখতার বলেছেন, 'বিরাট কখনও ম্যাচের ২৮ ওভারে পর ব্যাটিংয়ে আসতে পারে না!আরও আগে ওর ব্যাটিং আসা উচিত।'

প্রসঙ্গত অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে কোহলি এখন দলের ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে জানিয়েছেন। মুম্বই ম্যাচে তিনি চার নম্বরে ব্যাটিংয়ে আসেন।

যা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিরাট জানিয়েছেন, 'রাহুল ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাঁকে দলে সুযোগ করে দিতেই লোকেশকে ৩ নম্বরে নামানো হয়। যারপর আমি চার নম্বরে ব্যাটিং করি।'

ওডিআই ক্রিকেটে চার নম্বরে যদিও রান খুঁজে পান না কোহলি। যা নিয়ে প্রশ্নে বিরাটের জবাব,'দলের ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করলে সঠিক কম্বিনেশন কোনও দিনই খুঁজে পাওয়া যাবে না। ব্যাটিংয়ে ভারসাম্য আনতেই পরিবর্তন করা হয়েছিল। তবে এখনও এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যাটিং নিয়ে আমরা আরও পরিকল্পনা করব। '

উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় কোহলি ফের তিন নম্বরে ব্যাটিংয়ে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন।

অন্যদিকে ভারতের লজ্জাজনক হারের পর শোয়েব জানিয়েছেন, 'বছরের শুরুতেই এটা ভারতের কাছে ধাক্কা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে টসে জিতলে ফের তারা রান তাড়া করতে চাইবে। এভাবে ০-৩ সিরিজ হারলে ঘরের মাঠে ভারতের নাক কাটা যাবে।

English summary
Shoaib Akhtar Slams Virat Kohli's Number 4 call, says lose against aus reality Check For India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X