For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্গিল যুদ্ধে লড়তে ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেট অফার ছেড়েছিলেন, দাবি শোয়েব আখতারের

কার্গিল যুদ্ধে লড়তে ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেট অফার ছেড়েছিলেন, দাবি শোয়েব আখতারের

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ফেসবুক থেকে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভিডিও পোস্ট করে ফ্যানেদের সঙ্গে তিনি ক্রিকেট সংক্রান্ত আলোচনার মধ্যে দিয়ে নিয়মিত জনসংযোগ রাখেন। নিজের বক্তব্যের জন্য বেশ কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন। ফ্যানেরা সেই বক্তব্য খণ্ডন করলেও শোয়েব তা মানতে চান না। ফের এরবার আপত্তিকর মন্তব্য করে হাসাহাসি মুখে পড়লেন আখতার।

কার্গিল যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন, দাবি শোয়েবের

কার্গিল যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন, দাবি শোয়েবের

শোয়েব আখতার এবার দাবি করেছেন ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধ লড়তে তিনি নাকি ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন। ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেট অফার নাকি ছেড়ে দিয়েছিলেন আখতার।

১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেট অফার ছেড়ে দিয়েছিলেন আখতার

১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের ক্রিকেট অফার ছেড়ে দিয়েছিলেন আখতার

সোশ্যাল মিডিয়ায় আখতার জানিয়েছেন, কার্গিল যুদ্ধের সময় সীমান্তে দেশের জন্য তিনি লড়তে চেয়েছিলেন। সেইসময় ইংল্যান্ডের নটিংহ্যাম ক্লাবের হয়ে খেলার জন্য তাঁকে ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের অফার করা ছিল। শুধুমাত্র কার্গিল যুদ্ধে দেশের পাশে থাকবেন বলে সেই অফার প্রত্যাখান করে দেন।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও যা বললেন

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও যা বললেন

এখানেই না থেমে শোয়েব আখতার আরও জুড়েছেন, যুদ্ধের পরিবেশে লাহোরে এক জেনারেল তাঁকে দেখে অবাক হয়ে যান। ক্রিকেটে ছেড়ে শোয়েব কেন যুদ্ধেক্ষেত্রে, তিনি প্রশ্ন করেছিলেন। উত্তরে শোয়েব নাকি প্রাণ দিতে হলে লড়াই করে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবেন বলে মন্তব্য করেন।

কার্গিল বিজয় দিবসের ২১ বছর

কার্গিল বিজয় দিবসের ২১ বছর

২৬ জুলাই, ১৯৯৯ ৷ প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি ভারতে কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। এবছর ২৬ জুলাই ২১ তম কার্গিল বিজয় দিবস পালন করা হল। ২১ বছর আগে ঐ দিনেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে ভারত সীমান্ত যুদ্ধ জিতেছিল।

'বাপ বাপ হোতা হ্যায়' ইস্যুতে ভারতীয় ক্রিকেটারকে মিথ্যুক বলে মনগড়া কাহিনির দাবি তুললেন শোয়েব আখতার'বাপ বাপ হোতা হ্যায়' ইস্যুতে ভারতীয় ক্রিকেটারকে মিথ্যুক বলে মনগড়া কাহিনির দাবি তুললেন শোয়েব আখতার

English summary
Shoaib Akhtar Clams Turned Down £175,000 Contract with Nottinghamshire to Fight Kargil War
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X