টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএলকে নিশানা পাক কিংবদন্তির
আইপিএল-কে জায়গা করে দিতেই আইসিসি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। একই কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও। ঠিক কী বলেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

কী বললেন শোয়েব
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বক্তব্য, তিনি আগে থেকেই জানতেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ, আইপিএলের জন্য পিছিয়ে দেওয়া হবে। কারণ কেবল বিসিসিআই নয়, আইপিএলের সঙ্গে বিশ্বের অধিকাংশ ক্রিকেট বোর্ডের অর্থ উপার্জন জড়িয়ে রয়েছে বলে দাবি রাউলপিন্ডি এক্সপ্রেসের। তাঁর মতে, শক্তিশালী ভারতীয় ক্রিকেট বোর্ড যে আইপিএল আয়োজনের স্বার্থে আইসিসি-র ওপর প্রভাব বিস্তার করবে, সে তো জানা কথা।

কী বললেন লতিফ
করোনা ভাইরাসের দোহাই দিয়ে যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ পিছিয়ে দেওয়া হয়েছে, তা সাজানো বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগেভাগে এশিয়া কাপ বাতিল হওয়ার খবর জানানো, পিসিবি প্রধান এহসান মানির তাতে সম্মতি, বিষয়টিকে আরও ঘোলা করেছে বলে মনে করেন লতিফ।

হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ
করোনা ভাইরাসের আবহে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করতে সোমবার বৈঠকে বসেছিল আইসিসি-র আইবিসি বোর্ড (কর্মাশিয়াল সাবসিডিয়ারি)। সেখানে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিনটি আইসিসি বিশ্বকাপের সম্ভাব্য সূচিও ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আইসিসি-র বক্তব্য
চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি। আয়োজক অস্ট্রেলিয়া এ ব্যাপারে বেঁকে বসে। তাই সবদিক বিবেচনা করেই অবশেষে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করাই শ্রেয়।