For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম শ্রেণির ম্যাচে একসঙ্গে খেলে নতুন রেকর্ড চন্দ্রপাল ও তাঁর ছেলে তেজের

এরকম খুবই কম হয় যখন একই পরিবারের এক প্রজন্ম পরের প্রজন্মের সঙ্গে একই ম্যাচে প্রতিনিধিত্ব করে। নিউ জিল্যান্ডের ওয়াল্টার হেডলির শেষ টেস্ট দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্যার রিচার্ড হেডলি।

  • |
Google Oneindia Bengali News

এরকম খুবই কম হয় যখন একই পরিবারের এক প্রজন্ম পরের প্রজন্মের সঙ্গে একই ম্যাচে প্রতিনিধিত্ব করে। নিউ জিল্যান্ডের ওয়াল্টার হেডলির শেষ টেস্ট দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্যার রিচার্ড হেডলি। সুনীল গাভাসকর যেসময়ে খেলা শেষ করেন, তার প্রায় দশ বছর বাদে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রোহন গাভাসকরের।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

সাধারণভাবে ক্রিকেট বা যেকোনও খেলায় বাবা-ছেলে একসঙ্গে খেলছেন এমনটা খুব একটা দেখা যায় না। সেরকম কাজই করে দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপাল ও তাঁর ছেলে তেজনারায়ণ চন্দ্রপাল।[অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি]

প্রথম শ্রেণির ম্যাচে একসঙ্গে খেলে নতুন রেকর্ড চন্দ্রপাল ও তাঁর ছেলে তেজের

চন্দ্রপালের বয়স ৪২। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুবছর আগে অবসর নিয়েছেন। ছেলে তেজনারায়ণের বয়স ২০। তাঁর সঙ্গে জুটি বেঁধে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে নেমে দুজনেই অর্ধশতরানের ইনিংস খেললেন।[টেস্টে এমন রেকর্ড করলেন কোহলি যা ডন ব্র্যাডম্যানেরও নেই]

জামাইকার সাবাইনা পার্কে চার দিনের টুর্নামেন্টে খেলতে নেমে গায়ানার হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এর আগেও গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দুজনে একসঙ্গে খেলেছিলেন। এবার এক ম্যাচে একসঙ্গে অর্ধশতরানের রেকর্ডও করে ফেললেন।[প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]

প্রসঙ্গত, শিবনারায়ণ চন্দ্রপাল ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করেন। তাঁর ছেলে তেজের জন্ম হয় ১৯৯৬ সালে। ব্রায়ান লারার পরে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। ১৬৪টি টেস্টে ১১,৮৬৭ রান তিনি করেছেন।

English summary
Shivnarine Chanderpaul and his son hit fifties in same first-class match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X