For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের স্পিনারদের সামলাতে বিশেষ পরিকল্পনা ভারতের, শিখরের সঙ্গে আলাদা সময় দিলেন দ্রাবিড়

Google Oneindia Bengali News

মীরপুরে কাল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামছে ভারত। প্রথম ম্যাচে রোহিত শর্মার দলের ব্যাটিং চিন্তা বাড়াচ্ছে। আগামী বছর বিশ্বকাপ। তার আগে এখন থেকেই ধীরে ধীরে দল চূড়ান্ত করে ফেলতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং স্লট নিয়েও উদ্বেগ বাড়ছে। চাপ বাড়ছে শিখর ধাওয়ানের উপর।

বাংলাদেশের স্পিনারদের সামলাতে বিশেষ পরিকল্পনা ভারতের

শিখর ধাওয়ান এখন ভারতীয় দলে সুযোগ পান একদিনের আন্তর্জাতিকেই। তাও শেষ ৯টি ইনিংসে তিনি মাত্র একটি অর্ধশতরান পেয়েছেন। বাংলাদেশে চলতি সিরিজে ১৭ বলে ৭ রান করে আউট হয়ে গিয়েছেন। গত অগাস্টে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি করেছিলেন যথাক্রমে অপরাজিত ৮১, ৩৩ এবং ৪০। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে গব্বর করেন ৪, ১৩ ও ৮। এরপর অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩টি চারের সাহায্যে তিনি করেন ৭৭ বলে ৭২। যদিও হ্যামিলটনে ৩ ও ক্রাইস্টচার্চে আউট হন ২৮ রানে। বাংলাদেশে ফের ব্যর্থতা নিশ্চিতভাবেই চিন্তা বাড়াবে ধাওয়ানের। কেন না, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ভালো ফর্মে থাকা শুভমান গিল।

আজ ভারতীয় দলের অনুশীলনে শিখরের সঙ্গে আলাদা করে কথা বলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। সেখানে ছিলেন শ্রেয়স আইয়ারও। স্পিনারদের সামলাতে আরও নিখুঁতভাবে স্যুইপ শট মারার উপরই গুরুত্ব যে দেওয়া হচ্ছে সে কথা শোনা গিয়েছে শিখরের সাংবাদিক বৈঠকেও। গব্বর বলেন, এই ধরনের শট বেশি অনুশীলন করা ভালো। উপমহাদেশের উইকেটে এই শট খুব কার্যকরী। ভারতে বিশ্বকাপেও স্পিনাররা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন। তাঁদের সামলাতে এই ধরনের শট খুব সহায়ক হবে। আমি নিজেও এই ধরনের শট খেলতে ভালোবাসি।

প্রথম ম্য়াচে ভারত ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। ভারত প্রথম ম্যাচে হেরে গেলেও তাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না শিখররা। তিনি বলেন, এই প্রথম আমরা কোনও সিরিজের প্রথম ম্যাচে হারলাম, বিষয়টি তা নয়। এটা হয়েই থাকে। এই ধরনের পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা আমরা জানি। আমরা খুবই আত্মবিশ্বাসী। শেষ উইকেটে অবিচ্ছেদ্য ৫১ রানের পার্টনারশিপ বাংলাদেশকে জিতিয়েছে। সেটাও সচরাচর হয় না বলে উল্লেখ করেন ধাওয়ান। তবে বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলছে সেটা মেনে নিয়েছেন। তিনি জানান, আমরা বিশ্লেষণ করেছি কোথায় আমাদের উন্নতির অবকাশ রয়েছে। আমরা সকলেই পজিটিভ রয়েছি। আগামী ম্যাচগুলিতে ভারতের দাপুটে পারফরম্যান্সের আশ্বাস দিয়েছেন শিখর।

অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের দক্ষতার ভূয়সী প্রশংসাও করেছেন ধাওয়ান। তিনি বলেন, কামব্যাকের পর থেকেই সুন্দর ভালো খেলছেন। নিউজিল্যান্ডেও ব্যাট-বলে সফল হয়েছেন। তিনি খুবই ভালো মানের অলরাউন্ডার। অফ স্পিনার হিসেবে দাগ কাটেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেও কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। যত বেশি খেলবেন, তত তাঁর অভিজ্ঞতা বাড়বে। মানসিকভাবেও তিনি খুব স্থিতধী। আমি নিশ্চিত ভারতীয় দলের হয়ে ভালো পারফর্ম করে ক্রিকেটবিশ্বেও নিজেকে সুউচ্চে তুলে নিয়ে যেতে পারবেন। ভারত-বাংলাদেশ দ্বৈরথ উপভোগ করছেন ধাওয়ান। তিনি বলেন, বাংলাদেশ আবেগে ভর করে দারুণ ইচ্ছাশক্তি নিয়ে ক্রিকেটকে উপভোগ করে। সেটা আমরাও উপভোগ করি এবং নিজেদের সেরাটা দিয়ে থাকি।

FIFA World Cup 2022: স্পেন-মরক্কো ম্যাচে নজরে হাকিমি, জন্মভূমির বিরুদ্ধেই চাইছেন জয়FIFA World Cup 2022: স্পেন-মরক্কো ম্যাচে নজরে হাকিমি, জন্মভূমির বিরুদ্ধেই চাইছেন জয়

English summary
Shikhar Dhawan Working On Sweep Shot And Reverse Hit As Part Of Preparation For ODI World Cup. Dhawan Has Scored Just One Half-Century In His Last Nine Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X