
মাঠের বাইরে ভারতীয় দলকে নাচের ক্লাস দিচ্ছেন শিখর ধাওয়ান, ভিডিও না দেখলে চরম মিস
দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। কুলদীপ যাদবের দুর্ধর্ষ পারফরম্যান্সের উপর নির্ভর করে দক্ষিণ আফ্রিকাকে ফিরোজ শাহ কোটলায় টিম ইন্ডিয়া পরাজিত করেছে ৭ উইকেটে। কুলদীপ এই ম্যাচে চার উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে আটকে দিয়ে ৩০ ওভারের বেশি ম্যাচ বাকি থাকতে মাত্র ১৯.১ ওভার খেলে জয় তোলে ভারত।

সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে উৎসবে মেতে ওঠেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এই সিরিজে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান যে ভাবে মাঠের মধ্যে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সিরিজ জিতিয়েছেন তেমনই ড্রেসিং রুমের মধ্যে দালের মেহন্দির গান 'বোলো তা রা রা' গানে টিমের অন্য সতীর্থদের নাচের স্টেপ শেখালেন শিখর। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, দলের সাপোর্ট স্টাফরাও উপস্থিত ছিলেন এই সেলিব্রেশনের মুহূর্তে। এই সিরিজে ভারতীয় দলের স্ট্যান্ড ইন অধিনায়ক এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্ণণ সেই সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে নাচের শিক্ষকের ভূমিকায় দেখা যাচ্ছে শিখরকে। রাত্রে টুইটারে সেলিব্রেশনের ভিডিও আপলোড করেন ভিভিএস লক্ষ্ণণ।
কুলদীপ যাদবের কেরিয়ার সম্পর্কে বিরাট মন্তব্য ভারতীয় দলের অন্যতম স্তম্ভের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থেকে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে ভারত। লখনউয়ে প্রথম ম্যাচে পরাজিত হয় ভারত। এর পর লাগাতার দুই ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। রাঁচি এবং দিল্লিতে এক দিনের ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাঁচিতে ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান করেন শ্রেয়স। এই সিরিজে নজর কেড়েছেন মহম্মদ সিরাজও। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তবে, তাঁকে সিরিজের সেরা নির্বাচিত করা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ৩ ম্যাচে ৫ উইকেট পেয়ে ম্যাচের সেরা হন সিরাজ। কিন্তু তাঁর থেকে আরও বেশি সফল কুলদীপ যাদব এবং ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা শ্রেয়স আইয়ার ব্রাত্য থেকে যান কী ভাবে সেটাই বড় প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার হয়ে এই সিরিজে পরিচিত ছন্দেপাওয়া গিয়েছে। ডেভিড মিলারকে।