For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকে টপকে যাওয়ার মুখে শিখর ধাওয়ান, শ্রীলঙ্কা সিরিজে ভারতীয়রা নজিরের অপেক্ষায়

Google Oneindia Bengali News

কাল থেকে কলম্বোর প্রেমদাসা স্টে়ডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। এই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সেই ম্যাচেই তিনি টপকে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

সৌরভকে টপকানোর মুখে

সৌরভকে টপকানোর মুখে

শিখর ধাওয়ান একদিনের আন্তর্জাতিকে মোট রান করেছেন ৫,৯৭৭। ৬০০০ রানের জন্য দরকার আর মাত্র ২৩। দেশকে প্রথম নেতৃত্ব দেওয়ার ম্যাচেই যদি তিনি এই মাইলস্টোন স্পর্শ করেন তাহলে তিনি পিছনে ফেলে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেক্ষেত্রে ওয়ান ডে-তে দ্রুততম ৬ হাজার রান পূর্ণ করার তালিকায় তিনি থাকবেন দুইয়ে, বিরাট কোহলির পরেই। সৌরভ গঙ্গোপাধ্যায় একদিনের আন্তর্জাতিকে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন ১৪৭তম ইনিংসে। শিখর সেক্ষেত্রে ৬ হাজার রান পূর্ণ করতে পারেন ১৪০তম ইনিংসেই। বিরাট কোহলি ১৩৬টি ইনিংসে ৬ হাজার রান করেছিলেন। সৌরভ ১৪৭, রোহিত শর্মা ১৬২, মহেন্দ্র সিং ধোনি ১৬৬ ও সচিন তেন্ডুলকর ১৭০টি ইনিংস নিয়েছিলেন ওয়ান ডে ইন্টারন্যাশনালে ৬ হাজার রান করতে।

পঞ্চম ওপেনার

পঞ্চম ওপেনার

পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৬ হাজার রান পূর্ণ করার মুখে দাঁড়িয়ে শিখর ধাওয়ান। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েন সচিন তেন্ডুলকর (১৫,৩১০ রান)। তারপর একে একে সৌরভ গঙ্গোপাধ্যায় (৯,১৪৬ রান), বীরেন্দ্র শেহওয়াগ (৭,২৪০) এবং রোহিত শর্মা (৭,২৩৮ রান) ওপেনার হিসেবে ছয় হাজার ওয়ান ডে ইন্টারন্যাশনাল রানের মাইলস্টোন টপকেছেন। আর ১৭ রান করলে একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ হাজার রান হবে ধাওয়ানের।

অধিনায়ক হিসেবে

অধিনায়ক হিসেবে

১৪২টি ম্যাচ খেলার পর দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিকে দেশকে নেতৃত্ব দেওয়ার আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে ধাওয়ানের আগে রয়েছেন অনিল কুম্বলে (২১৭) ও রোহিত শর্মা (১৭১)। ২০১৮ সালের পর বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া কোনও একদিনের সিরিজ খেলছে ভারত। ২০১৮ সালের এশিয়া কাপে রোহিত ও বিরাট না খেলায় নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটি টাই হয়েছিল। একইসঙ্গে শিখর আরও একটি নজির গড়তে চলেছেন। সবচেয়ে বেশি বয়সের ভারত অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিকে রেকর্ডও গড়তে চলেছেন শিখর, ৩৫ বছর ২২৫ দিনের মাথায় দেশকে নেতৃত্ব দিতে গিয়ে। এর আগে মোহিন্দর অমরনাথ পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন ৩৪ বছর ৩৭ দিনের মাথায়।

আরও রেকর্ড

আরও রেকর্ড

একদিনের আন্তর্জাতিকে ১২টি উইকেট পেলেই ১৫০ ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেটের মালিক হবেন সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ২০১৫ সালের ১৯ জুলাই ভারতের হয়ে টি ২০ অভিষেকের পর কালই একদিনের আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে সঞ্জু স্যামসনের। টি ২০-তে অভিষেকের পর দেশের হয়ে একদিনের ম্যাচ খেলার জন্য ৫ বছর ৩৬৪ দিন অপেক্ষা সঞ্জুর আগে আর কাউকে করতে হয়নি।

নজিরের সামনে চাহাল

নজিরের সামনে চাহাল

৫৪টি একদিনের আন্তর্জাতিকে ৯২টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের। শততম ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেট থেকে তিনি ৮ উইকেট দূরে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনি যদি ৮ উইকেট পেয়ে যান তাহলে দ্রুততম ভারতীয় স্পিনার হিসেবে একদিনের আন্তর্জাতিকে শততম উইকেটের মালিক হবেন তিনি। ভেঙে দেবেন কুলদীপ যাদবের রেকর্ড, ৫৮টি ম্যাচ খেলে ১০০ উইকেট পান কুলদীপ।

English summary
Shikhar Dhawan Set To Overtake Sourav Ganguly's Record During The Sri Lanka Series. Many Indian Cricketers Are On The Verge Of Various Milestones.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X