For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান, পরিবর্ত হিসেবে পন্থের জন্য গলা ফাটাচ্ছে নেটিজেনরা

বিশ্বকাপে ভারত খেলেছে সবে মাত্র দুই ম্যাচ, এরপরই মেন ইন ব্লু শিবিরে জোর ধাক্কা। অস্ট্রলিয়া ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন, সেই চোটই বিশ্বকাপ থেকে অনেকটা সময়ের জন্য ছিটকে দিল শিখর ধাওয়া

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ভারত খেলেছে সবে মাত্র দুই ম্যাচ, এরপরই মেন ইন ব্লু শিবিরে জোর ধাক্কা। অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন, সেই চোটই বিশ্বকাপ থেকে অনেকটা সময়ের জন্য ছিটকে দিল শিখর ধাওয়ানকে।

আঙুলের হাড়ে চিড় ধরেছে গব্বরের, সেকারণে আগামী তিন সপ্তাহের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে। যার অর্থ খাতায় কলমে জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে তাঁকে নিয়ে আশা করার কোনও সুযোগ নেই। সেক্ষেত্রে বিশ্বকাপের শুরুতেই দলের কম্বিনেশন পরিবর্তন নিয়ে আলোচনায় বসতে হচ্ছে বিরাট-শাস্ত্রীদের।

ওপেনিংয়ে ধাক্কা-

ওপেনিংয়ে ধাক্কা-

শিখর ছিটকে যাওয়ার কারণে,ওপেনিংয়ে আসতে পারেন লোকেশ রাহল। দেশের জার্সিতে অতীতে ওপেনিং করে সফল রাহুল। ৭ ইনিংসে ২৮০ রান করেছেন,১টি শতরানের পাশাপাশি রয়েছে ২টি অর্ধশতরান।

মিডল অর্ডারে পন্থের জন্য গলা ফাটাচ্ছে নেটিজেনরা

শিখর ছিটকে যাওয়ায়, ওপেনিংয়ে কোহলির হাতে বিকল্প বলতে লোকেশ রাহুল। রোহিত-রাহুল, ডবল আরকে ভেবেই পরিকল্পনা তৈরি করবেন কোহলি-শাস্ত্রী জুটি। সেক্ষেত্রে মিডল অর্ডারে রাহুলের জায়গায় কে খেলবেন?

চারের জন্য ঘোরাফেরা করছে দুটি নাম। প্রথম নামটা অবশ্যই ঋষভ পন্থ। বিশ্বকাপের নির্বাচনে কিপিং দক্ষতায় অভিজ্ঞ দীনেশ কার্তিকের কাছে লড়াইয়ে হারতে হয়েছিল পন্থকে। প্রাক্তনরাও পন্থের বাদ পড়ায় অবাক হয়েছিলেন। বিশ্বকাপে ভারতীয় দলের সেরা সম্ভবনাময় ক্রিকেটার হতে পারতেন পন্থ। বিশ্বকাপে সুযোগ না এলেও, আইপিএলে চুটিয়ে রান করেছেন। ধাওয়ান ছিটকে যাওয়ায় তাই লোকেশ ওপেনিংয়ে ফিরলে, মিডল অর্ডারে পন্থকে দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় আবদার জুড়েছে নেটিজেনরা।

প্রসঙ্গত এর আগে ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা রয়েছে পন্থের। টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে পন্থের। সেক্ষেত্রে ইংল্যান্ডের পরিবেশে গতি ও সুইংয়ের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হওয়ার কথা নয় তাঁর। দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে পন্থের আইপিএল দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। তবে, ধাওয়ানের পরিবর্তে ডাক এলে পন্থের নামই উপরের সারিতে থাকবে বলে মনে করেছে ক্রিকেটমহল।

কী বলেছে নেটিজেনরা

টুইটে এক ক্রিকেটভক্ত লিখেছেন, টি-টোয়েন্টি মেজাজে খেলেন পন্থ, সেক্ষেত্রে বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরান বা শতরান করার রেকর্ড গড়তে পারেন এই বাঁ-হাতি। অনেকে আবার পন্থকে ওপেনিংয়ে দেখতে ইচ্ছুক। ভারতের ডান-বাম ওপেনিং কম্বিনেশনে বদল না আনতেই ,রাহুলকে চারে রেখে পন্থকে রোহিতের সঙ্গে দেখতে চান ক্রিকেট ফ্যানেরা।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
Shikhar Dhawan injured, Rishabh Pant or Shreyas Iyer likely to replace him in world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X