For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০০ রানের গণ্ডি পেরিয়ে আইপিএলে নয়া নজির ধাওয়ানের, ছাপিয়ে গেলেন নিজেকেই

৬০০ রানের গণ্ডি পেরিয়ে আইপিএলে নয়া নজির ধাওয়ানের, ছাপিয়ে গেলেন নিজেকেই

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠল শিখর ধাওয়ানের ব্যাট। গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে একই ক্লাবে প্রবেশ করলেন গব্বর। ছাপিয়ে গেলেন নিজের পুরনো রেকর্ডকেও। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

ধাওয়ানের অর্ধশতরান

ধাওয়ানের অর্ধশতরান

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫০ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। ম্যাচে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন গব্বর। আইপিএলে এটি ধাওয়ানের দ্রুততম অর্ধশতরানও বটে।

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। টুর্নামেন্টের প্লে-অফে প্রথমবার অর্ধশতরান করলেন গব্বর।

আইপিএলে ৬০০ রান

আইপিএলে ৬০০ রান

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলার পর আইপিএল ২০২০-তে ৬০০ রানের ঘরে প্রবেশ করেছেন শিখর ধাওয়ান। ১৬ ম্যাচ খেলে ৬০৩ রানে পৌঁছেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। চারটি অর্ধশতরান ও দুটি অর্ধশতরান রয়েছে ধাওয়ানের নামে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন গব্বর। তালিকার প্রথম স্থানে থাকা কেএল রাহুল ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন।

নিজেকে ছাপিয়ে গেলেন ধাওয়ান

নিজেকে ছাপিয়ে গেলেন ধাওয়ান

এর আগে পর্যন্ত আইপিএলের এক মরশুমে ৫৬৯ রান ছিল শিখর ধাওয়ানের সর্বোচ্চ। ২০১২ সালের আইপিএলে এই নজির গড়েছিলেন গব্বর। চলতি আইপিএলে নিজের পুরনো নজিরকে ছাপিয়ে গেলেন ভারতীয় ওপেনার।

English summary
Shikhar Dhawan completes 600 runs in IPL 2020, surpasses his highest run tally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X