For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গে সৌরভ-কোহলি-ধোনির এই নজির স্পর্শ করলেন ধাওয়ান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গে সৌরভ-কোহলি-ধোনির এই নজির স্পর্শ করলেন ধাওয়ান

Google Oneindia Bengali News

রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। শিখরের নেতৃত্বে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। এই সিরিজ জয়ের সঙ্গেই নতুন রেকর্ড তৈরি করলেন শিখর ধাওয়ান।

ভারত অধিনায়ক হিসেবে শিখরের নজির স্পর্শ:

ভারত অধিনায়ক হিসেবে শিখরের নজির স্পর্শ:

রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন শিখর ধাওয়ান। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। শিখর হলেন পঞ্চম ভারতীয় অধিনায়ক যিনি সফল ভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই সিরিজ জিতলেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম সিরিজ জয়ের নজির তৈরি করেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সৌরভ গঙ্গোপাধ্যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ী পাঁচ ভারত অধিনায়ক:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ী পাঁচ ভারত অধিনায়ক:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজ জিতে ইতিহাস তৈরি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক নাস্তানাবুদ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমান বিসিসিআই সভাপতির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের নজির তৈরি করেছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি এবং শিখর ধাওয়না।

শিখরের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল ভারত:

শিখরের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল ভারত:

এই বারই প্রথম নয় যেখানে শিখর ধাওয়ানের নেতৃত্বে সিরিজ জিতল ভারত। এর আগে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক শিখর ধাওয়ানের জুটি দারুণ পারফর্ম করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও। শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কা সফলে তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। যদিও টি-২০ সিরিজে পরাজিত হয়েছিল শিখরের দলকে ১-২ ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের সংক্ষিপ্তসার:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের সংক্ষিপ্তসার:

সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেও বোলারদের ব্যর্থতায় সিরিজ হাতছাড়া হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথমে ব্যাটিং করে নিকোলাস পুরানের দল নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩১১/৬। কেরিয়ারের শততম ওডিআই ম্যাচে সাই হোপ করেন অনবদ্য ১১৫ রান। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৭৪ রানের ইনিংস। শার্দূল ঠাকুর তিনটি উইকেট সংগ্রহ করেন। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা খুব ভাল না হলেও অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। ধুকতে থাকা ভারতীয় ব্যাটিংকে ৬৩ রান করে নির্ভরতা দেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন রান আউট হন ৫৪ রানে। শেষের দিকে ৩৫ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে উৎসবের মেজাজে শিখর ধাওয়ানের ভারত, দেখুন ড্রেসিংরুমের ভিডিওওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে উৎসবের মেজাজে শিখর ধাওয়ানের ভারত, দেখুন ড্রেসিংরুমের ভিডিও

English summary
Shikhar Dhawan become fifth Indian captain to achieve this feat. He shares the same record which is made by legends like Sourav Ganguly, MS Dhoni.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X