For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশী থারুর এশিয়া কাপে ফাইনালে পরাস্ত পাকিস্তানকে দিলেন খোঁচা, পাল্টা জবাবে সোশ্যাল মিডিয়ায় ঝড়

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। ভারত ফাইনালে উঠতে পারেনি। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের রেশ এখনও রয়ে গিয়েছে। এমনকী পাকিস্তান ফাইনালে হারার পর ভারতীয় সমর্থকরা যেমন খোঁচা দিতে ছাড়ছেন না, তেমনই জবাব আসছে পাক ভক্তদের তরফেও। এরই মধ্যে নয়া সংযোজন কংগ্রেস সাংসদ শশী থারুর।

শশী থারুর এশিয়া কাপে ফাইনালে পরাস্ত পাকিস্তানকে দিলেন খোঁচা

ফাইনালে শাদাব খান শ্রীলঙ্কার ব্যাটারদের একাধিক ক্যাচ ফেলেছিলেন। খারাপ ফিল্ডিংও শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দিতে সহায়তা করে। শাদাবের সহজ ক্যাচ ফেলাকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ একটি মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যাতে দেখা যায় মুঘল আমলের পোশাক পরে একজন বল ধরতে গিয়ে তা ফস্কাচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, এটি মুঘল জমানায় আঁকা পাকিস্তানের ফিল্ডারের একটি তৈলচিত্র।

এই মিমটি যে তিনি বানাননি টুইটারে তাও লিখে দেন থারুর। তিনি জানান, এই মিমটি তাঁর কাছে যেভাবে এসেছিল সেভাবেই তিনি তা শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ থেকেই তিনি এই মজাদার মিমটি পেয়েছেন বলে জানান কংগ্রেস সাংসদ। এশিয়া কাপে ভারতের ব্যর্থতায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা থারুর এই টুইটে লেখেন, এটা মুঘল জমানার ভারতীয় ফিল্ডারেরও ছবি হতে পারে। যেভাবে ভারত বড় ধরনের টুর্নামেন্টগুলি জেতার সুযোগ হাতছাড়া করছে তা বোঝাতেও এই ছবি উপযোগী বলে মন্তব্য করেন কয়েকজন ভারতীয় ক্রিকেট ভক্ত।

থারুরের টুইটের পাল্টা এসেছে পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের তরফেও। আর এখানে টেনে আনা হয়েছে অর্শদীপ সিংকে। অর্শদীপ সিংয়ের ক্যাচ মিসে ম্যাচ হেরে যাওয়ার ঘটনার কথা মনে করিয়ে কাটা ঘাঁয় নুনের ছিঁটে দিতে পিছপা হননি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। ফলে রাজনৈতিক পোস্ট না হলেও থারুরের মিম-সহ পোস্ট ভাইরাল। চলছে মন্তব্য এবং পাল্টা মন্তব্যের জোর লড়াই।

English summary
Shashi Tharoor Takes A Dig At Pakistan Cricket Team By Sharing Meme. Pakistanis Reply With Arshdeep Singh's Photo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X