For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি গোপাল বসুর জন্যই, ‘গুরুদক্ষিণা’ দিলেন শিষ্য শরদিন্দু

বাংলার ক্রিকেট দীপ্তি হারাল গোপাল বসুর প্রয়াণে। অভিভাবকহীন হয়ে পড়ল বঙ্গ ক্রিকেট। ‘গুরু’ গোপাল বসুকে হারিয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন ‘শিষ্য’ শরদিন্দু মুখোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাংলার ক্রিকেট দীপ্তি হারাল গোপাল বসুর প্রয়াণে। অভিভাবকহীন হয়ে পড়ল বঙ্গ ক্রিকেট। 'গুরু' গোপাল বসুকে হারিয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন 'শিষ্য' শরদিন্দু মুখোপাধ্যায়। গুরুকে শেষ শ্রদ্ধা জানিয়ে শরদিন্দু মুখোপাধ্যায় বললেন, গোপাল বসু না থাকলে শরদিন্দু মুখোপাধ্যায় তৈরি হল বাংলা ক্রিকেটে। আমার যা কিছু সব তাঁর জন্যই।

ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি গোপাল বসুর জন্যই, ‘গুরুদক্ষিণা’ দিলেন শিষ্য শরদিন্দু

বাংলা ক্রিকেটে উজ্জ্বল তারা হয়েও ভারতীয় ক্রিকেটে বঞ্চনার ইতিহাস রয়েছে যাঁদের, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গোপাল বসু। শুধু ক্রিকেটার নয়, কোচ হিসাবেও তিনি বাংলাকে একের পর এক সফল ক্রিকেটার উপহার দিয়েছেন। শরদিন্দু মুখোপাধ্যায়দের নিজেরে হাতে করে তৈরি করেছেন।

ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি গোপাল বসুর জন্যই, ‘গুরুদক্ষিণা’ দিলেন শিষ্য শরদিন্দু

[আরও পড়ুন: চলে গেলেন গোপাল বসু, ইংল্যান্ডে ৭১ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার][আরও পড়ুন: চলে গেলেন গোপাল বসু, ইংল্যান্ডে ৭১ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার]

এহেন গোপাল বসুর প্রয়াণে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শরদিন্দুও গুরুদক্ষিণা দিতে ভুললেন না। তিনি উচ্চৈস্বরে স্বীকার করে নিলেন তাঁর ক্রিকেটার জীবনে গোপাল বসুর অবদানের কথা। বললেন, আমাকে অফস্পিনার বানিয়েছেন গোপাল বসু। এমনকী তাঁর পরামর্শেই আমি ব্যাটসম্যান হিসেবে তৈরি হয়েছি। ওপেনও করতে সক্ষম হয়েছি বাংলার হয়ে।

শরদিন্দু বলেন, গোপাল বসুর একটা বড় গুণ ছিল, তিনি বন্ধুর মতো মিশতেন, দাদার মতো সাহস জোগাতেন, বাবার মতো ভরসা দিতেন। কখনও তিনি কাঁধে হাত দিয়ে বোঝাতেন তাঁর পরিকল্পনা, বুঝতে না পারলেও রেগে যেতেন না, আলাদা ডেকে তিনি কথা বলতেন। সেই কারণেই ক্রিকেটার ছাড়াও কোচ হিসেবেও তিনি সফল। গোপাল বসুর প্রয়াণে তাই বাংলার ক্রিকেট থোকে তার খসে পড়ল একটা।

English summary
Sharadindu Mukharjee expresses condolence for his preceptor Gopal Basu. Former cricketer Gopal Basu passes away at Barmingham city,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X