For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ বলে ০ থেকে ৫১ বলে শতরান, একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন 'বুড়ো' ওয়াটসন

মাত্র ৫১ বলে শতরান পূর্ণ করেন ওয়াটসন। বলতে গেলে পরের ৪১ বলে তিনি একশো রান করেছেন। শেষ অবধি ৫৭ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েক বছর হল। তারপরও তিনি ফিট থেকে ব্যাটিং-বোলিংয়ের কৌশল দেখাতে পারবেন তা অনেকেই ভাবেননি। তবে চেন্নাই ভরসা রেখেছিল। ভরসা রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ভরসার দাম ফিরিয়ে দিলেন শ্যেন ওয়াটসন। ১৭৯ রান তাড়া করতে নেমে প্রথম ১০ বলে কোনও রান করতে পারেননি ওয়াটসন। ১১তম বলে চার মেরে খাতা খোলেন।

একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন বুড়ো ওয়াটসন

ব্যস, তারপরে আর কেউ তাঁকে থামাতে পারেননি। হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন দলের বিশেষজ্ঞ বোলারদের দিয়ে চেষ্টা করেছিলেন। তবে ওয়াটসনের ব্যাটিং সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

মাত্র ৫১ বলে শতরান পূর্ণ করেন ওয়াটসন। বলতে গেলে পরের ৪১ বলে তিনি একশো রান করেছেন। শেষ অবধি ৫৭ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন তিনি। একইসঙ্গে এক বিরল কৃতিত্ব আইপিএলে অর্জন করলেন ওয়াটসন যা আর কোনও খেলোয়াড়ের নেই। ২০০৮ ও ২০১৬ সালে আইপিএলের মরশুমের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এবার ফাইনালেও অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরার পুরস্কারও পকেটে পুরলেন তিনি।

এবছর ১৫টি ম্যাচ খেলে ৩৯.৬৪ গড়ে ৫৫৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৪.৫৯। এছাড়া দুটি শতরানও রয়েছে টুর্নামেন্টে। বল হাতে এবছর ৬টি উইকেটও নিয়েছেন ওয়াটসন। যার মধ্যে সেরা ছিল ২৯ রানে ২ উইকেট।

সবমিলিয়ে আইপিএল কেরিয়ারে ১১৭টি ম্যাচ খেলে শ্যেন ওয়াটসন ৩১৭৭ রান করেছেন। এছাড়াও ৯২টি উইকেট নিয়েছেন। এমন অলরাউন্ড পারফরম্যান্স আর কোনও ক্রিকেটারের নেই।

English summary
Shane Watson's heroics helps Chennai Super Kings to win IPL 2018 title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X