For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেন ওয়াটসন বেছে নিলেন টি ২০ বিশ্বকাপের দুই ফেভারিটকে, অস্ট্রেলিয়া কেন বাড়তি সুবিধা পাবে?

  • |
Google Oneindia Bengali News

আগামী মাসেই টি ২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। অ্যারন ফিঞ্চের দল দেশের মাটিতে খেতাব দখলে রাখার লড়াইয়ে নামতে চলেছে। রোহিত শর্মার ভারত আবার আইসিসি টি ২০ ক্রমতালিকায় এক নম্বরে থাকা দল। ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার রেকর্ডও নিজেদের দখলে নিয়েছে মেন ইন ব্লু। বিশ্বকাপ শুরুর আগে খেতাব জয়ের দুই বড় দাবিদারকে বেছে নিলেন শেন ওয়াটসন।

টি ২০ বিশ্বকাপে কেন বাড়তি সুবিধা পাবে অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অলরাউন্ডার বলেন, ভারত সম্প্রতি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলেছে। সে কারণে নিশ্চিতভাবেই ভারত অন্যতম ফেভারিট। ওয়াটসন ভারতের চেয়ে খেতাব জয়ের সম্ভাবনার নিরিখে অস্ট্রেলিয়াকেই বিগ ফেভারিট হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, অস্ট্রেলিয়াও এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ার পরিবেশ ও পরিস্থিতি অনেকটাই আলাদাও হবে। অস্ট্রেলিয়ার মাঠগুলিও বড়। উইকেট থেকে বোলাররা তুলনামূলক বেশি পেসও আদায় করে নিতে পারবেন।

উল্লেখ্য, গত টি ২০ বিশ্বকাপে ভারত নেমেছিল ফেভারিট হিসেবেই। কিন্তু শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদও পায়। এবার অজিরা নামবে খেতাব দখলে রাখতে। ওয়াটসনের কথায়, অস্ট্রেলিয়া যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তার ভিত্তিতেই তাদের আমি ফেভারিট হিসেবে ধরছি। ওয়াটসন আশাবাদী, হোম কন্ডিশনের ফায়দা তুলে বাজিমাত করবেন ফিঞ্চরাই।

সম্প্রতি ভারত সফরে এসে মোহালিতে প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। যদিও পরের দুটি ম্যাচ জিতে সিরিজের দখল নেয় ভারত। যদিও ভারত সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অজিরা। অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপের দলে ক্যামেরন গ্রিন নেই। সেই গ্রিন আবার ভারতের বিরুদ্ধে দারুণ খেলেছেন। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে সব দলই ঘোষিত দলে পরিবর্তন করতে পারবে। সেই নিরিখে গ্রিনের বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ভারত আরও একবার বর্তমান টি ২০ বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। ১৭ অক্টোবর গাব্বার ব্রিসবেনে ওয়ার্ম আপ ম্যাচে। সুপার টুয়েলভে গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম রাউন্ডের এ গ্রুপের জয়ী ও বি গ্রুপের রানার আপ দল পড়বে বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপে। ভারতের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপের বাকি দলগুলি হবে প্রথম রাউন্ডে গ্রুপ এ-র রানার আপ ও বি গ্রুপের জয়ী দল।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি, দেখুন তালিকাঅস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি, দেখুন তালিকা

English summary
Shane Watson Picks Australia And India As Favourites To Win The ICC T20 World Cup 2022. Australia Have Won The T20 World Cup Last Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X