For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএল-এ ফিরছেন শেন ওয়াটসন, দেখা যাবে এই ফ্রাঞ্চাইজির ক্যাম্পে

আইপিএল-এ ফিরছেন শেন ওয়াটসন, দেখা যাবে এই ফ্রাঞ্চাইজির ক্যাম্পে

Google Oneindia Bengali News

নতুন সহকারী কোচের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটলস। রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে আসন্ন আইপিএল-এর জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনকে জুড়ে দিল দিল্লি ক্যাপিটলস।

IPL 2022: আইপিএল-এ ফিরছেন শেন ওয়াটসন, দেখা যাবে এই ফ্রাঞ্চাইজির ক্যাম্পে

দিল্লির কোচিং ইউনিটে প্রধান কোচের দায়িত্ব সামলানো অজি কিংবদন্তি রিকি পন্টিং এবং সদ্য নিযুক্ত শেন ওয়াটসন ছাড়াও রয়েছে অজিত আগারকর (সহকারী কোচ), প্রবীন আম্রে (সহকারী কোচ)। দিল্লির সহকারী কোচেরা দায়িত্ব নিয়ে ওয়াটসন বসেছেন, "বিশ্বের সেরা টি-২০ টুর্নামেন্ট এই আইপিএল। এই টুর্নামেন্টের সঙ্গে আমার অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে। ২০০৮ সালে শেন ওয়ার্নের নেৃত্বে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পর আরসিবি এবং পরে সিএসকের জার্সিতে একের পর এক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একজন ক্রিকেটার হিসেবে দুর্দান্ত সব মুহূর্ত কাটিয়েছি। এখন কোচিং -এর সুযোগ এসেছে। রিকি পন্টিং-এর মতো একজনের অধীনে কাজ করার সুযোগ এসেছে। এক জন অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন তিনি, এখন ওনার অধীনে কোচিং করাতে পারব। এই মুহূর্তে বিশ্বের সেরা কোচেদের মধ্যে উনি অন্যতম। দারুণ স্কোয়াড রয়েছে দিল্লি ক্যাপিটলসের। এবার তাদের প্রথম খেতাব জয়ের সময় এসেছে। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যতটা সম্ভব তাদের সাহায্য করার চেষ্টা করব এবং আশা করি আমরা প্রথম বার এই খেতাব জিতব।"

সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয় শেন ওয়াটসনকে। ২০০৭ এবং ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ওয়াটসন। ২০১২ টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ওয়াটসন। ১৯০টি ওডিআই এবং ৫৮টি টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওয়াটসন। নির্ধারিত ওভারের ক্রিকেটে সাত হাজারের বেশি রান এবং দু'শোর বেশি উইকেট রয়েছে ওয়াটসনের।

কুইন্সল্যান্ডের এই ক্রিকেটারের আইপিএল কেরিয়ার শুরু হয় রাজস্থান রয়্যালসের জার্সিতে। পরবর্তীতে বিরাট কোহলির নেতৃত্বে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবং ক্রিকেটার হিসেবে আইপিএল কেরিয়ারের ইতি টানেন চেন্নাই সুপার কিংস-এর জার্সিতে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল জিতেন শেন ওয়াটসন। আইপিএল-এ ওয়াটসনের নামের পাশে রয়েছে ৩৮৭৫ রান এবং ৯২টি উইকেট। ধারাবাহিকতার কারণে তাঁকে আইপিএল-এর ইতিহাসে সব থেকে সফল অলরাউন্ডারও মনে করেন অনেকে।

English summary
Delhi Capitals today announced former Australian all-rounder Shane Watson as their new Assistant Coach for the upcoming season of the IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X