For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিব বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে, দলে ফিরলেন কারা?

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নিয়েছে। শনিবার তৃতীয় ওডিআই। চট্টগ্রামে টাইগাররা নামবে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টের দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। হজে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তিনি দলে ফিরলেন। তাসকিন আহমেদ ও ইয়াসির আলিও ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। ভারতের বিরুদ্ধে টেস্ট দলে তাঁরাও রয়েছেন। বাঁহাতি ব্যাটার জাকির হাসান প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন। ১৭ সদস্যের টেস্ট দলে ডাক পাওয়া বছর ২৪-এর জাকির গত সপ্তাহে কক্সবাজারে ভারতীয় এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। ৯ উইকেট পড়ে যাওয়ার পরও তাঁর ইনিংসের সৌজন্যে আনঅফিসিয়াল টেস্ট ড্র রাখতে সক্ষম হয় বাংলাদেশ এ। তা না হলে বাংলাদেশ এ ইনিংসে হারতো। চলতি বছর বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগে সর্বাধিক ৪৪২ রান করেছেন জাকির, গড় ৫৬.২৫।

কুঁচকির চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে যান তামিম ইকবাল। তিনিও প্রথম টেস্ট খেলার জন্য ফিট হতে পারবেন না। ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। তাঁর আগেও তামিমের ফিট হওয়া নিয়ে সংশয় থাকছেই। টেস্ট দলে তামিমের পাশাপাশি নেই মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। তবে মুশফিকুর ফেরায় বাংলাদেশের ব্যাটিং গভীরতা বাড়বে। গত মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়া ইয়াসির আলিও দলে ফিরলেন। বাংলাদেশের টেস্ট দলে পাঁচ জোরে বোলার রয়েছেন। সেই সঙ্গে শাকিব, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে রাখা হয়েছে স্পিন বোলিং আক্রমণ শানানোর জন্য।

টপ অর্ডারে জায়গা পাওয়ার জন্য জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মাহমুদুল হাসান জয় ও মোমিনুর হক ফর্মে নেই। নাজমুল হাসান শান্তও ছন্দে নেই, চলতি বছর একটিই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই পরিস্থিতিতে কারা দলে থাকেন সেটাই দেখার। মিডল অর্ডার নিয়ে খুব একটা চিন্তার নেই বাংলাদেশের। রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর, শাকিব ও লিটন দাস। এই সিরিজ ২-০ ব্যবধানে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আশা উজ্জ্বল করতে পারবে ভারত। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটিও টেস্ট জেতেনি। ১১টি টেস্টের মধ্যে বাংলাদেশ হেরেছে ৯টিতে, ড্র হয়েছে ২টি টেস্ট।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালিদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, আনামুল হক।

English summary
Shakib Al Hasan Will Lead Bangladesh In The 1st Test Against India. Mushfiqur Rahim, Yasir Ali And Taskin Ahmed Have Returned To Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X