For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিব আল হাসান মেজাজ হারালেন বিপিএলে ব্যাটিংয়ের সময়, আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে কী করলেন? দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

শাকিব আল হাসান ফের বিতর্কে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বছর দুয়েক আগে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি মেরেছিলেন উইকেট। এবার ব্যাট করার সময় তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। তর্কেও জড়ালেন বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ও টেস্টের অধিনায়ক।

শাকিব আল হাসান মেজাজ হারালেন বিপিএলে ব্যাটিংয়ের সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরিকাঠামো নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন শাকিব। বলিউডের নায়ক ছবির উদাহরণ টেনে তিনি দাবি করেছিলেন, তাঁকে দায়িত্ব দেওয়া হলে এত বছরে বিপিএলকে অনেক উচ্চতায় তুলে নিয়ে যেতেন। জনপ্রিয় করে তুলতেন। শাকিব বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। আজ ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে বরিশালের ম্যাচ ছিল সিলেট স্ট্রাইকারসের বিরুদ্ধে।

মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে চারে ব্যাট করতে নেমে এদিন দলের হয়ে সর্বাধিক রান করেন শাকিব। তবে তারই মধ্যে জড়ালেন নয়া বিতর্কে। ১৬তম ওভারে বল করতে যান রেজাউর রহমান রাজা। তাঁর একটি স্লোয়ার বাউন্সারকে কেন্দ্র করেই বিতর্ক। শাকিবের দাবি ছিল বলটি তাঁর মাথার উপর দিয়ে গিয়েছে। তাই ওয়াইড ডাকা উচিত। কিন্তু আম্পায়ার ওয়াইড দেননি।

এরপরই শাকিব আম্পায়ারের দিকে তেড়ে যান। অসন্তোষ প্রকাশ করে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। এরপর শাকিবকে শান্ত করতে এগিয়ে যান বাংলাদেশ দলে তাঁর সতীর্থ তথা সিলেট দলের উইকেটকিপার মুশফিকুর রহিম। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। যে বলকে কেন্দ্র করে বিতর্ত তার পরের বলটিতেই শাকিব বিশাল ছক্কা হাঁকান। এই ম্যাচে তিনি ২৬ বলে অর্ধশতরানও পূর্ণ করেন। পরের ওভারটি করতে গিয়েছিলেন থিসারা পেরেরা, তাঁর চার বলে ১৮ রান তোলেন শাকিব।

শাকিব ৩২ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর উইকেটটি শেষ ওভারে তুলে নেন মাশরফি মোর্তাজা। শাকিবের ইনিংস সাজানো সাতটি চার ও চারটি ছয় দিয়ে। বল হাতে তিনি অবশ্য কোনও উইকেট পাননি। ৪ ওভারে ৩১ রান দেন। শাকিব বিপিএলে বারবার বিতর্কে জড়ানোয় তাঁর আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এমন কথাও লিখেছেন, শাকিব এমন আচরণ বাংলাদেশ প্রিমিয়ার লিগেই করতে পারেন, আইপিএলে করার সাহস হবে না। উল্লেখ্য, শাকিব এবার আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মিনি অকশনে প্রথমে অবিক্রিত থাকলেও পরে শাকিবকে নিয়েছে কেকেআর।

English summary
Shakib Al Hasan Lost His Cool Regarding Umpire's Decision During BPL Match. Shakib Charged Aggressively Towards The Umpire And Showed Dissent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X