For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাটকীয় পরিস্থিতিতে নিরুদ্দেশ শাকিব, আজ ভারতের বিরুদ্ধে নতুন করে দল ঘোষণার ভাবনা বাংলাদেশের

৩ নভেম্বর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। তার আগে নিরুদ্দেশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান

  • |
Google Oneindia Bengali News

৩ নভেম্বর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। তার আগে নিরুদ্দেশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান।

নাটকীয় পরিস্থিতিতে নিরুদ্দেশ শাকিব, আজ ভারতের বিরুদ্ধে নতুন করে দল ঘোষণার ভাবনা বাংলাদেশের

বোর্ড সূত্রে জানা গিয়েছে ,শাকিবের বিরুদ্ধে শোক-কজ চিঠির পর থেকেই নাকি তাঁর সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। দলের সঙ্গে প্রস্তুতিও এড়িয়ে যাচ্ছেন তারকা বাঁ-হাতি অল-রাউন্ডার। গত চারদিন ধরে নাকি বাংলাদেশ দলের সঙ্গে প্রস্তুতিতে যায়নি শাকিব।

রবিবার ও সোমবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল, সেই প্রস্তুতি ম্যাচও এড়িয়ে যান। এমন কী ক্যাম্পে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কোচ রাসেল ডোমিঙ্গোর আলোচনাতেও ছিলেন না শাকিব। স্পনশরশিপ ডিল নিয়ে বোর্ডের রোষানলে পরার পর থেকে বোর্ড কর্তাদের ফোন এড়িয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। সেকারণেই ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টিতে সিরিজের জন্য আজ নতুন করে দল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অন্যদিকে শাকিবের ঘনিষ্ঠ মহল অবশ্য মনে করছে শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবেই ভারত সফরে আসতে পারেন শাকিব। বোর্ডের সঙ্গে ঝামেলা যখন চরমে তখন বোর্ডকে চাপে রাখতেই পরিস্থিতি আরও জটিল করে দিয়েছেন শাকিব।

সোমবার রাত পর্যন্ত বোর্ড কর্তা থেকে সেদেশের মিডিয়ার কেউই শাকিবের ভারত সফরে আসা নিয়ে কোনও উত্তর দিতে পারেননি! শাকিব ইস্যুতে নাটকীয় এই পরিস্থিতিতে এবার নতুন করে দল ঘোষণার সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। ৪৮ ঘন্টার মধ্যে ভারতের মাটিতে বাংলাদেশের বিমান ছুঁতে চলেছে। সেজন্য আজ শেষ পর্যন্ত পরিস্থিতি বুঝে নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করতে পারে সেদেশের ক্রিকেট বোর্ড।

English summary
Shakib Al Hasan Likely to Miss India T20 Tour, Fresh T20I Squad may announce
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X