For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা মূর্খের স্বর্গে বাস করছি', হঠাৎ কেন এত বড় কথা বললেন শাবিক আল হাসান?

'আমরা মূর্খের স্বর্গে বাস করছি', হঠাৎ কেন এত বড় কথা বললেন শাবিক আল হাসান?

Google Oneindia Bengali News

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের নয়া অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাকিব আল হাসান। তবে, তিনি অধিনায়ক হওয়া মানেই বাংলাদেশের পারফরম্যান্স রাতারাতি বদলে যাবে, সমর্থকদের এমনটা আশা না করতেই জানিয়েছেন শাকিব। তিনি জানিয়েছেন, রাতারাতি পারফরম্যান্স বদলে ফেলা সম্ভব নয়। শাকিবের কথায়, আমরা যদি আশা করি রাতারাতি বদলে যাবে পুরো পরিস্থিতি তাঁরা "মুর্খের স্বর্গে বাস করছি।"

বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নতুন অধিনায়ক নির্বাচিত হন শাকিব:

বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নতুন অধিনায়ক নির্বাচিত হন শাকিব:

২০২২ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নতুন টি-২০ অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাকিব আল হাসান। অস্ট্রলিয়ায় অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হবে এই প্রতিযোগীতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শ্রীধরণ শ্রীরামকে নির্বাচিত করেছেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। যদিও অধিনায়কের দায়িত্ব গ্রহণ করে বিরাট কিছু পরিবর্তন আশা করছেন না শাকিব।

বিশ্বকাপ থেকে দলের উন্নতি লক্ষ্য করা যাবে:

বিশ্বকাপ থেকে দলের উন্নতি লক্ষ্য করা যাবে:

২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই ক'দিনে দলে আমূল পরিবর্তন আসবে মনে করেন না শাকিব। তিনি জানিয়েছেন দলের ঠিকঠাক উন্নতি দেখা যাবে টি-২০ বিশ্বকাপ থেকে। ক্রিকবাজকে শাকিব বলেছেন, "আমার কোনও লক্ষ্য নেই। আমার একমাত্র লক্ষ্য হল বিশ্বকাপে ভাল খেলা এবং এগুলো তারই প্রস্তুতি।"

মূর্খের স্বর্গে বাস করছেন:

মূর্খের স্বর্গে বাস করছেন:

শাবিক বলেছেন, "আমরা যদি মনে করেন আমি এক বা দুই দিনের মধ্যে সব কিছু বদলে দেব বা অন্য কেউ এসে বদলে দেবে তা হলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। বাস্তব অনুযায়ী যদি আপনি ভাবেন তা হলে তিন মাস সময়ে দলের উন্নতি দেখা যাবে বিশ্বকাপের সময়ে।" তিনি জানিয়েছেন, এই ফরম্যাটে 'অনেক পিছিয়ে' রয়েছে বাংলাদেশ। তাঁর কথায়, "দেখুন ২০০৬ সালে প্রথম এই ফরম্যাটে খেলি আমরা। তখন থেকেই আমাদের পারফরম্যান্স খুব একটা ভাল নয়, এশিয়া কাপ ফাইনাল ছাড়া। মূল জায়গা থেকে অনেক দূরে আমরা রয়েছি তাই নতুন করে শুরু করা ছাড়া আমাদের কাছে কোনও উপায় নেই। বাচ্চারা যখন হাঁটা শুরু করে তখন (প্রথম স্টেপ) খুব কঠিন হয়। ধীরে ধীরে বিষটা সহজ হয়। আমি বিশ্বাস করি আমরাও পায়ে পায়ে হাটতে পারব ধীরে ধীরে এবং তার পর সামনের দিকে এগিয়ে যাব।"

এশিয়া কাপে বাংলাদেশের সূচি:

এশিয়া কাপে বাংলাদেশের সূচি:

এশিয়া কাপে ৩০ অগস্ট বাংলাদেশ সংযুক্ত আরব আমিরশাহীতে মুখোমুখি হবে আফগানিস্তানের। ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ।

English summary
Shakib Al Hasan expressed his view on Bangladesh's development in T20 Cricket. He said real development can be seen from the T20I World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X