For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির পুরস্কারের তালিকায় পাকিস্তানের দাপট! বাবর-রিজওয়ানের স্বীকৃতির পর বর্ষসেরা শাহিন শাহ আফ্রিদি

Google Oneindia Bengali News

আইসিসি পুরস্কারের ক্ষেত্রে এবার পাকিস্তানের দাপট। ২০২১ সালের জন্য বর্ষসেরা টি ২০ ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। বাবর আজম হয়েছেন বর্ষসেরা একদিনের ক্রিকেটার। এবার পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি গেল পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদির ঝুলিতে। টেস্টে বর্ষসেরা হয়েছেন জো রুট।

বর্ষসেরা শাহিন শাহ আফ্রিদি, জো রুটের মুকুটেও নয়া পালক

পেস আর স্যুইংয়ের অস্ত্রে বিপক্ষকে ঘায়েল করে পাকিস্তানকে অনেক স্মরণীয় মুহূর্তের মুখে দাঁড় করিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। টি ২০ বিশ্বকাপ-সহ তাঁর বিভিন্ন স্পেল নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। তারই স্বীকৃতি আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। দেশের হয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৭৮টি উইকেট নিয়েছেন ২০২১ সালে। গড় ২২.২০। সেরা বোলিং ৫১ রানের বিনিময়ে ৬ উইকেট। বর্ষসেরা ক্রিকেটার হয়ে শাহিন শাহ আফ্রিদি পাচ্ছেন স্যর গারফিল্ড সোবার্স ট্রফি।

টেস্ট ও টি ২০ ফরম্যাটেই বেশি দাপট দেখিয়েছেন আফ্রিদি, তাঁর গতি, স্যুইং, বোলিং বৈচিত্র্যে বিশ্বের তাবড় ব্যাটার সমস্যায় পড়েছেন। টি ২০ বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। প্রথম ম্যাচেই ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন। ডেথ বোলিংয়ে দলকে ভরসা দিয়েছেন, ২০২১ সালে টি ২০ আন্তর্জাতিকে ২১ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন। এই সময়কালে ৯টি টেস্টে তিনি নিয়েছেন ৪৭টি উইকেট। টি ২০ বিশ্বকাপে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে আফ্রিদি যে ধাক্কা দিয়েছিলেন, সেই আগুনে স্পেল-সহ আফ্রিদির বোলিংই যে দলকে ব্যাকফুটে ঠেলে দেয় সে কথা স্বীকার করেছিলেন বিরাট কোহলি।

বর্ষসেরা শাহিন শাহ আফ্রিদি, জো রুটের মুকুটেও নয়া পালক

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজই হোক বা অ্যাশেজ সিরিজে ভরাডুবি, শ্রীলঙ্কা সফরই হোক বা দেশের মাটিতে টেস্ট সিরিজ। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখা গিয়েছে অধিনায়ক জো রুটের কাছ থেকে। ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তাঁর ফর্মের ধারেকাছে কেউ ছিলেন না। স্বাভাবিকভাবেই জো রুট বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটি দখল করেছেন। ১৫টি টেস্টে ৬টি শতরান-সহ রুট ১৭০৮ রান করেন ২০২১ সালে। আইসিসির বিচারে বর্ষসেরা একদিনের ক্রিকেটার হয়েছেন বাবর আজম।

মহিলাদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরা দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ভারত সফরে এসেও দুরন্ত ছন্দে থেকে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে অবদান রেখেছিলেন লি। ২০২১ সালে তিনি ১১টি একদিনের আন্তর্জাতিকে ৬৩২ রান করেন। গড় ৯০.২৮, একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ। বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

English summary
Pakistan's Pacer Shaheen Shah Afridi Named ICC Cricketer Of The Year. England Test Captain Joe Root Bagged The Award For Men's Test Cricketer Of The Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X