For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার চাপ বাড়িয়ে রামিজ রাজা জানিয়ে দিলেন ভারত-পাক দ্বৈরথে দলে ফিরছেন এই পাকিস্তানের বিধ্বংসী তারকা

টিম ইন্ডিয়ার চাপ বাড়িয়ে রামিজ রাজা জানিয়ে দিলেন ভারত-পাক দ্বৈরথে দলে ফিরছেন এই পাকিস্তানের বিধ্বংসী তারকা

Google Oneindia Bengali News

এখনও সম্পূর্ণ ভাবে চোট কাটিয়ে উঠতে পারেননি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয়। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন বিশ্বকাপ খেলার জন্য '১১০ শতাংশ' ফিট শাহিন।

বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত শাহিন:

বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত শাহিন:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজা পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর সঙ্গে শাহিনের কথা হয়েছে এবং তরুণ পেসার জানিয়েছেন তিনি খেলার জন্য পুরোপুরি ফিট। রামিজের কথায়, "গত পরশু শাহিনের (শাহ আফ্রিদি) সঙ্গে আমার কথা হয়েছে। ভাল মতো তিনি সেরে উঠছেন। চিকিৎসকরা ভিডিও পাঠিয়েছেন এবং বর্তমানে ও ৯০ শতাংশ ফিট। কিন্তু ও জানিয়েছে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে এবং মাঠে নামতে পারবে।" রামিজ এ-ও জানিয়েছেন যে শাহিন চান কয়েকটা অনুশীলন ম্যাচ খেলতে ভারতের বিরুদ্ধে সুপার ১২-এর প্রথম ম্যাচে খেলতে নামার আগে।

শাহিন জানিয়েছেন উনি ১১০ শতাংশ ফিট:

শাহিন জানিয়েছেন উনি ১১০ শতাংশ ফিট:

রমিজ রাজা আরও বলেছেন, "হাঁটুর চোট অনেক সময় গুরুতর হতে পারে। তাই ওর সঙ্গে আলোচনা করে আমরা জানাই ও যদি পুরোপুরি ফিট না হয় তা হলে ওকে নিয়ে ঝুঁকি নেব না। কিন্তু শাহিন বলছে এই মুহূর্তে ও ১১০ শতাংশ ফিট। ভারতের বিরুদ্ধে নামার আগে ও প্র্যাকটিস ম্যাচগুলিতে খেলবে চায় জানিয়েছে।"

শাহিনকে ঝুঁকি না নেওয়ার পরামর্শ পাকিস্তানের প্রাক্তনীদের:

শাহিনকে ঝুঁকি না নেওয়ার পরামর্শ পাকিস্তানের প্রাক্তনীদের:

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অধিকাংশই পিসিবিকে জানিয়েছে একমাত্র সম্পূর্ণ ফিট হলেই খেলানো উচিৎ শাহিনকে। এই হাইপ্রোফাইনল পেসারকে নিয়ে অহেতুক ঝুঁকি নেওয়া হোক এটা তাঁরা চান না। অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পান শাহিন। বর্তমানে লন্ডনে তাঁর রিহ্যাব চলছে। এই চোটের কারণেই গত মাসে এশিয়া কাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেননি এই বিধ্বংসী পেসার।

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ পাকিস্তানের প্রথম ম্যাচ:

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ পাকিস্তানের প্রথম ম্যাচ:

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পাকিস্তান দল আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ অভিযান শুরু করবে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে। গত টি-২০ বিশ্বকাপেও পাকিস্তান দল প্রথম ম্যাচ খেলেছিল ভারতের বিরুদ্ধে। ওই ম্যাচে ভারতীয় দলকে পরাস্ত করেছিল সবুজ জার্সিধারীরা।

English summary
Shaheen Shah Afridi is almost fit come return in Pakistan Squad and ready to play against India in ICC T20I World Cup 2022 informs Ramiz Raja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X