For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপের আগে আফ্রিদিকে নিয়ে অস্বস্তিতে পাকিস্তান! ভারতকে হারানোর সম্ভাবনা নিয়ে কী বললেন বাবর?

Google Oneindia Bengali News

এশিয়া কাপ শুরু হচ্ছে ২৭ অগাস্ট থেকে। দুবাই ও শারজায় হবে এশিয়া কাপের ম্যাচগুলি। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে প্রথমবার মুখোমুখি হবে ২৮ অগাস্ট। এরপর সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে। ফাইনালেও এই দুই দেশকেই দেখছেন বিশেষজ্ঞরা।

ভারত-পাক দ্বৈরথ

ভারত-পাক দ্বৈরথ

অক্টোবরে টি ২০ বিশ্বকাপের ম্যাচেও ভারত-পাকিস্তান প্রথমেই পরস্পরের মুখোমুখি হবে। গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাস্ত হয়েছিল বিরাট কোহলির ভারত। এবারের বিশ্বকাপের আগে এশিয়া কাপে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপ অভিযানে নামার আগে দুই দেশই একে অপরের শক্তি যাচাই করে নিতে পারবে। এরই মধ্যে সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়কের কাছে প্রশ্ন ধেয়ে এলো, পাকিস্তান ভারতকে হারাতে পারবে কি? উত্তরে বাবর আজম বলেন, আমরা কোনও চাপ অনুভব করছি না। এই ম্যাচটিকে অন্য ম্যাচের মতো করেই আমরা দেখছি। তবু একটা যে আলাদা চাপ থাকে সেটা গত বিশ্বকাপে আমাদের কোনও সমস্যা তৈরি করেনি।

পাকিস্তানের লক্ষ্য

পাকিস্তানের লক্ষ্য

এশিয়া কাপ ও বিশ্বকাপের মধ্যে ফারাক যে রয়েছে সে কথা মনে করিয়েও বাবর বলেন, আমরা নিজেদের খেলায় ফোকাস ঠিক রাখার চেষ্টা করব। নিজেদের দক্ষতার প্রতি আস্থা রাখতে হবে। প্রত্যেককেই সেরাটা দিতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার বিষয়টি আমাদের হাতে রয়েছে। কিন্তু ফলাফল কী হবে তা আমাদের হাতে নেই। তবে এটা ঠিক, সেরাটা দিতে পারলে ফলাফল নিজেদের পক্ষে আসার সম্ভাবনা থাকেই। উল্লেখ্য, চার বছর আগে এশিয়া কাপে দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল, ভারত জেতে দুটোতেই। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার কাপ জেতা মেন ইন ব্লু।

আফ্রিদি-অস্বস্তি

আফ্রিদি-অস্বস্তি

এশিয়া কাপের আগে পাকিস্তান নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। ভারতের এশিয়া কাপের দলের কয়েকজন ক্রিকেটার জিম্বাবোয়েতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবেন। তবে পাকিস্তান শিবিরকে উদ্বেগে রাখছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির চোট। আফ্রিদির হাঁটুর চোট যে এখনও সারেনি সে কথা স্বীকার করেছেন বাবর আজম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজে আফ্রিদির খেলার সম্ভাবনা কার্যত নেই। বাবর বলেন, শাহিনের চোটের দিকে নজর রেখেছেন কয়েকজন চিকিৎসক। তাঁর বিশ্রামের প্রয়োজন। শাহিন যাতে পুরো ফিট হয়ে দীর্ঘদিন খেলতে পারেন সেটাই নিশ্চিত করা হবে। এশিয়া কাপে যাতে তিনি ফিট হয়ে নামতে পারেন সে কারণে ডাচদের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

জোরে বোলিংই ভরসা

খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েছেন হাসান আলি। হ্যারিস রউফ, শাহনওয়াজ দাহানি, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিমের মতো পেসারদের দিকে থাকবে নজর। দলের রিজার্ভ বেঞ্চ নিয়ে আত্মবিশ্বাসী বাবর। তাঁর কথায়, আমাদের ফাস্ট বোলিংয়ের বেঞ্চ স্ট্রেংথ দারুণ। এবার এই পেসাররা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পেতে চলেছেন। হাসান আলি একজন টিমম্যান, তিনি ঘরোয়া ক্রিকেট খেলে কামব্যাক করতে পারবেন বলেই আমার বিশ্বাস। আমাদের দলে ব্যাটার-বোলার মিলিয়ে এগারোটি ট্রাম্প কার্ড রয়েছে। যে কোনওদিন যে কেউ দলকে জেতানোর ক্ষমতা রাখেন।

English summary
Pakistani Pacer Shaheen Shah Afridi Doubtful Starter In Asia Cup. Pak Captain Babar Azam Is Taking India Match Like Other Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X