For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: ভারত-পাক মহারণের আগে ছন্দে বিধ্বংসী পেসার, আফ্রিদির ইয়র্কার সরাসরি হাসপাতালে পাঠাল আফগান ব্যাটারকে

ভিডিও: ভারত-পাক মহারণের আগে ছন্দে বিধ্বংসী পেসার, আফ্রিদির ইয়র্কার সরাসরি হাসপাতালে পাঠাল আফগান ব্যাটারকে

Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের সমস্ত উৎকণ্ঠা দূর করে হাঁটুর চোট কাটিয়ে বহু প্রতিক্ষিত প্রত্যাবর্তন করেছেন শাহিন শাহ আফ্রিদি। গত সপ্তাহের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি পাকিস্তানের দলে ফিরে আসেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার জন্য ছন্দে ফিরে পেতে তাঁর সময় লাগে। ওই ম্যাচে মাত্র দুই ওভার তাঁকে দিয়ে বোলিং করানো হয় এবং একটিও উইকেট পাননি পাকিস্তান দলের সেরা পেসার। তবে, দ্বিতীয় এক দিনের ম্যাচে নিজের পুরনো ছন্দ অনেকটাই ফিরে পেয়েছেন।

ভিডিও: ভারত-পাক মহারণের আগে ছন্দে বিধ্বংসী পেসার, আফ্রিদির ইয়র্কার সরাসরি হাসপাতালে পাঠাল আফগান ব্যাটারকে

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচি তিনি দুইটি উইকেট শিকার করেছেন মাত্র দু'ওভার হাত ঘুরিয়ে। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং হাজরাতুল্লাহ জাজাইকে আউট করেছেন শাহিন। এ দিন শাহিনের বলে চোট পেয়েছেন গুরবাজ। তরুণ পেসারের ঠিকানা লেখা ইয়র্কার সরাসরি গিয়ে লাগে গুরবাজের বাম পায়ের চেটোয়ে। এই বলে যেমন পায়ে ব্যাথা পেয়েছেন তিনি তেমনই এটিই ছিল গুরবাজের ইনিংসের প্রথম বল এবং গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। জানা গিয়েছে গুরবাজের চোটের অবস্থা জানার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর পায়ের স্ক্যান করা হয়।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৫৪/৬ রান তোলে আফগানিস্তান। মহম্মদ নবির অপরাজিত ৫১ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে উসমান ঘানির ৩২ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে টপ অর্ডারের ব্যর্থতাকে কাটিয়ে সম্মানজনক রান বোর্ডে তোলে আফগানিস্তান। এই ম্যাচে ৩৫ রান করেন ইব্রাহিম জাডরানও। শাহিন শাহ আফ্রিদি ছাড়াও হ্যারিস রউফ এই ম্যাচে দুই উইকেট পান। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ নাওয়াজ এবং শাদাব খান।

আফগানিস্তানের ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস ২.২ ওভারে ১৯/০ রানে স্তব্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান খাতা না খুলেই অপরাজিত থাকেন এবং বাবর আজম করেন ৬ রান। দুই ওভারে আফগানিস্তান ১৩ রান অতিরিক্ত খরচ করে এবং এই ১৩ রানই এসেডে ওয়াইড থেকে। আফগান বোলারদের বল হাতে শৃঙ্খলার অভাব চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে সুপার ১২-এর ম্যাচের আগে। এই ম্যাচ স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে ফলে কোনও ফলাফল এই ম্যাচের বের হয়নি।

English summary
Shaheen Afridi's Yorker sends Afghanistan Opener Rahmanullah Gurbaz to the hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X