For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক বিরাট কোহলিই বিশ্বসেরা, দাবি এই ভারতীয় স্পিনারের


 ৩০ বছর বয়সে ভারতীয় দলে ডাক পান। তাও আবার ঘরের মাঠ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই চার উইকেট নিয়ে তাক লাগিয়েছেন ঝাড়খণ্ডের স্পিনার শাহবাজ নাদিম।

  • |
Google Oneindia Bengali News

৩০ বছর বয়সে ভারতীয় দলে ডাক পান। তাও আবার ঘরের মাঠ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই চার উইকেট নিয়ে তাক লাগিয়েছেন ঝাড়খণ্ডের স্পিনার শাহবাজ নাদিম। তাঁর এই সাফল্যের কৃতিত্ব ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দিচ্ছেন বাঁ-হাতি স্পিনার।

ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো খেলে চলা শাহবাজ নাদিমের জন্য জাতীয় দলের দরজা বন্ধ ছিল এতদিন। রবীন্দ্রচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলদের ভিড়ে কোথাও যেন বারবার হারিয়ে যাচ্ছিল নাদিমের নাম। দলীপ ট্রফিতে ঝকঝকে পারফরম্যান্স করেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে, ভারতীয় দলে ডাক পাননি ঝাড়খণ্ডের এই অভিজ্ঞ স্পিনার। সিরিজের তৃতীয় টেস্টের আগে চোট পান চায়নাম্যান কুলদীপ যাদব। রাঁচিতে তিন স্পিনারকে খেলানোর পরিকল্পনা থাকায়, অশ্বিন ও জাদেজার পাশে অবশেষে জুড়ে দেওয়া হয় নাদিমের নাম। আচমকা ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার।

বিশ্বসেরা বিরাট

বিশ্বসেরা বিরাট

অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে ভারতীয় দলের টুপি নেন শাহবাজ নাদিম। তাঁর অধিনায়কই যে এই মুহূর্তে বিশ্বসেরা, তা অক্লেশে বলেছেন ঝাড়খণ্ডের ৩০ বছরের স্পিনার। বিরাটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন নাদিম। টিম ইন্ডিয়ার অধিনায়ক ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেও জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার।

সহজাত নেতা বিরাট

সহজাত নেতা বিরাট

শাহবাদ নাদিমের কথায়, বিরাট কোহলি একজন সহজাত নেতা। শুধু মাঠের ভিতরে নয়, ড্রেসিং রুমের পরিবেশ কীভাবে স্বাভাবিক রাখতে হয়, তাও ভারত অধিনায়ক ভালো ভাবে জানেন বলেই দাবি ঝাড়খণ্ডের স্পিনারের। বিরাট কোহলি নিজের আগ্রাসন ও ব্যাটিং প্রতিভা দিয়ে দলের প্রতি বোলারকে দারুণ সাহায্য করেন বলেও জানিয়েছেন শাহবাজ নাদিম।

 নিজের পারফরম্যান্স

নিজের পারফরম্যান্স

ভারতীয় দলের জার্সিতে অভিষেক টেস্ট ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত তিনি। নাদিমের কথায়, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারে কাজে লাগাতে চান।

 রোহিত সম্পর্কে নাদিম

রোহিত সম্পর্কে নাদিম

এই মুহূর্তে রোহিত শর্মা যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, তা নির্দ্বিধায় বলেছেন শাহবাজ নাদিম। গত পাঁচ বছরে রোহিত যেভাবে নিজের ব্যাটিং-র ধরন পরিবর্তন করেছেন, তাতে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানাতে ভোলেননি ঝাড়খণ্ডের স্পিনার।

English summary
Shahbaz Nadeem praises Virat Kohli's captaincyn for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X