For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহবাজ-প্রদীপ্তর ঘূর্ণিতে মধ্যপ্রদেশ ইনিংসে ধস, বাংলার মিশন ফাইনাল কঠিন হলেও অসম্ভব নয়

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির সেমিফাইনালে এবার দাপট দেখাতে শুরু করলেন স্পিনাররা। আলুরে আজ চতুর্থ দিনে মধ্যপ্রদেশ অল আউট হয়ে যায় ২৮১ রানে। জয়ের জন্য বাংলার টার্গেট ৩৫০। তবে কুমার কার্তিকেয় প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন অভিষেক রামনকে। আজ ২০১ রানে মধ্যপ্রদেশ ইনিংসের তৃতীয় উইকেটটি পড়েছিল। তারপর ২৮১ রানেই শেষ হয়ে যায় চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল। শাহবাজ আহমেদ পাঁচটি ও প্রদীপ্ত প্রামাণিক নেন চারটি উইকেট।

রঞ্জি ফাইনালে উঠতে বাংলার চাই ৩৫০ রান

(ছবি- সিএবি মিডিয়া)

গতকাল তৃতীয় দিনে মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৭৩ রানে। বাংলার প্রথম ইনিংসে ১১ রানে তিনটি উইকেট পড়ে গিয়েছিল, ৪৪ রানে চতুর্থ ও ৫৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর বাংলাকে লড়াইয়ে ফেরান মনোজ তিওয়ারি (১০২) ও শাহবাজ আহমেদ (১১৬)। তবে তাতেও লিড পায়নি বাংলা। দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ২ উইকেটে ১৬৩। আজ দলগত ২০১ রানের মাথায় আউট হন রজত পাটীদার। আরসিবি-র সতীর্থ পাটীদারকে লেগ বিফোর করেন শাহবাজ। ৭৭.৩ ওভারে ব্যক্তিগত ৭৯ রানে তিনি আউট হন। এরপর একে একে ফিরে যেতে থাকেন অক্ষত রঘুবংশী (৪), শুভম শর্মা (২৬), সারাংশ জৈন (১১)।

অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব ২২৫ বলে ৮২ রান করে প্রদীপ্ত প্রামাণিকের শিকার হন। ২৫১ রানে সপ্তম উইকেট পড়ে মধ্যপ্রদেশের। ২৫৩ রানে অষ্টম ও ২৫৭ রানে পড়ে নবম উইকেট। অনুভব আগরওয়াল ১৬ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৮১ রানে। মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস টিকল ১১৪.২ ওভার। শাহবাজ আহমেদ ৪১ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৭৯ রানের বিনিময়ে নিলেন পাঁচ উইকেট। প্রদীপ্ত প্রামাণিক ৩১.২ ওভারে ৪টি মেডেন-সহ ৬৫ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। একমাত্র উইকেটটি গতকাল নিয়েছিলেন মুকেশ কুমার।

দ্বিতীয় ইনিংসে প্রথম বলে শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামি। এবারের রঞ্জিতে প্রথম ম্যাচে বরোদার ১৮১ রানের জবাবে বাংলা ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বরোদা ২৫৫ তোলায় বাংলার টার্গেট ছিল ৩৪৯। সেই লক্ষ্যে ৬ উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল বাংলা। গতকাল খেলার শেষে মনোজ তিওয়ারি বলেছিলেন, দ্রুত মধ্যপ্রদেশের সব কটি উইকেট তুলে নিয়ে যে রানই সামনে থাক তুলতে হবে। আজ ৩৬ ওভার খেলা হওয়ার কথা, কাল গোটা দিন পড়ে রয়েছে। মধ্যপ্রদেশের স্পিনারদের সামলাতে পারলেই বাংলার জয় অসম্ভব নয়। তবে কাজটা কঠিন। একটাই ইতিবাচক দিক চারশো বা তার বেশি রান তাড়া করতে হচ্ছে না। এটাই মনোবল চাঙ্গা রাখার পক্ষে যথেষ্ট।

রাজকোটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হওয়া নিয়ে হঠাৎ চিন্তা! পরিস্থিতি বুঝে দ্রাবিড়-পন্থ বড় পদক্ষেপের পথেরাজকোটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হওয়া নিয়ে হঠাৎ চিন্তা! পরিস্থিতি বুঝে দ্রাবিড়-পন্থ বড় পদক্ষেপের পথে

English summary
Bengal Need 350 Runs To Win Against MP In Ranji Semi Final. Madhya Pradesh Have Scored 281 In Their Second Innings, Shahbaz Ahmed Bags 5 And Pradipta Pramanik Gets 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X