For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের নেতৃত্বে শেফালি, রিচা ছাড়াও বাংলা থেকে দলে কারা?

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ এবারই প্রথম চালু করছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন অষ্টাদশী ওপেনিং ব্যাটার শেফালি ভার্মা। ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দল থেকে শেফালির পাশাপাশি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে ভারতের নেতৃত্বে শেফালি

বিশ্বকাপের প্রস্তুতিতে নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই শ্বেতা শেরাওয়াতকে শেফালির ডেপুটি ঘোষণা করা হয়েছে। মহিলাদের টি ২০ বিশ্বকাপও রয়েছে আগামী বছর। তার আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারতের সিনিয়র মহিলা দল। সেই সিরিজে অবশ্য খেলছেন না শেফালি ও রিচা। তাঁরা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন। শেফালি ৪৬টি টি ২০ আন্তর্জাতিক, ২১টি একদিনের আন্তর্জাতিক ও দুটি টেস্ট খেলেছেন। রিচা খেলেছেন ২৫টি টি ২০ আন্তর্জাতিক ও ১৭টি মহিলা ওডিআই। রিচার বয়স ১৯। তবে তিনি ২০০৩ সালের ৩১ অগাস্টের আগে জন্মানোয় এই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছেন।

শেফালি ও রিচার পাশাপাশি ভারতের ব্যাটিং নির্ভর করবে শেরাওয়াত, গোঙ্গাড়ি তৃষা, সৌম্যা তিওয়ারি ও সোনিয়া মেন্ধিয়ার উপর। বাংলা থেকে সুযোগ পেয়েছেন উইকেটকিপার হাওড়ার হৃষিতা বসু। তিনি রিচার সঙ্গে রয়েছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। হুগলির চুঁচুড়া থেকে উঠে আসা ফাস্ট বোলার তিতাস সাধু টি ২০ চ্যালেঞ্জার ট্রফিতে পাঁচ উইকেট নিয়েছেন, সিনিয়র মহিলাদের টি ২০ ট্রফিতে তিনি বাংলার হয়ে ২টি উইকেট পান। ভারতের অনূর্ধ্ব ১৯ দল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ডিসেম্বরের ২৭ থেকে ৪ জানুটারির মধ্যে প্রিটোরিয়ায় পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের প্রথম ম্যাচেও ভারতের প্রতিপক্ষ প্রোটিয়ারাই।

১৬ দলের অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে ভারত গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও স্কটল্যান্ডের সঙ্গে। চারটি গ্রুপের প্রথম তিনটি দল যাবে সুপার সিক্স রাউন্ডে। সেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রথম দুই দল যাবে সেমিফাইনালে। ২৭ তারিখ পোচেফস্ট্রুমে হবে সেমিফাইনাল। সেখানেই ২৯ তারিখ ফাইনাল।

বিশ্বকাপের জন্য ভারতের দল- শেফালি ভার্মা (অধিনায়ক), শ্বেতা শেরাওয়াত (সহ অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), জি তৃষা, সৌম্যা তিওয়ারি, সোনিয়া মেন্ধিয়া, হার্লে গালা, হৃষিতা বসু (উইকেটকিপার) সোনম যাদব, মান্যত কাশ্যপ, অর্চনা দেবী, পরশভি চোপড়া, তিতাস সাধু, ফলক নাজ, শবনম এমডি। শিখা শালোট, নাজলা সিএমসি ও যশশ্রী বিশ্বকাপের দলে রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে। তবে এই তিন ক্রিকেটার বাকিদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সিরিজের দলে রয়েছেন।

English summary
Shafali Verma To Lead India At The Inaugural Under-19 Women's T20 World Cup. Richa Ghosh, Hrishita Basu, Titas Sadhu From Bengal Have Been Selected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X