For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর এবার শেফালির টার্গেট কী? আইসিসির সেরা একাদশে ভারতের ৩

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেশকে জেতানোর পর সেই দলের অধিনায়ক শেফালি ভার্মা এবার ভারতকে এনে দিতে চান টি ২০ বিশ্বকাপ। আইসিসির সেরা একাদশে জায়গা পেলেন শেফালি-সহ ভারতের তিন ক্রিকেটার।

Google Oneindia Bengali News

আইসিসি এবারই প্রথম চালু করল মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ। তাতেই ইংল্যান্ডকে দুরমুশ করে চ্যাম্পিয়ন হয়েছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারত। বিশ্বকাপ ফাইনালের এক দিন আগে ১৯ পূর্ণ করেছেন শেফালি। যিনি ইতিমধ্যেই দেশের হয়ে ২টি টেস্ট, ২১টি একদিনের আন্তর্জাতিক ও ৫১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ হারের যন্ত্রণায় কিছুটা প্রলেপ দিয়েছে যুব বিশ্বকাপ জয়। যদিও ইতিমধ্যেই নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন শেফালি।

ফোকাস স্থির শেফালির

ফোকাস স্থির শেফালির

ঐতিহাসিক কাপ জয়ের পর শেফালি বলেছেন, আমি সব সময়ই সামনে যা রয়েছে তাতে ফোকাস স্থির রাখি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে পৌঁছে তাতেই ফোকাস রেখেছিলাম। আমরা সেই বিশ্বকাপ জিতেছি। এই আত্মবিশ্বাস সঞ্চয় করেই এবার সিনিয়র বিশ্বকাপে নামব। এই কাপ জয়ের কথা তখন মাথায় থাকবে না। সিনিয়র সেট-আপের সঙ্গে নিজেকে একাত্ম করে দলের সতীর্থদের সঙ্গে মিলে বিশ্বকাপ জিততে নিজের সেরাটাই দেব।

আবেগপ্রবণ ক্যাপ্টেন

আবেগপ্রবণ ক্যাপ্টেন

শেফালি আরও বলেছেন, মেলবোর্নে টি ২০ বিশ্বকাপটা আজও আমাকে আবেগপ্রবণ করে তোলে। সেই ফাইনালটি আমরা জিততে পারিনি। অনূর্ধ্ব ১৯ দলে যোগ দেওয়ার সময় বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হওয়ার কথা মাথায় এসেছিল। তারপরই দলের সবাইকে ডেকে বলি, আমাদের এই কাপটা জিততেই হবে। আমরা কাপ জিততেই এসেছি। মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আমরা সকলেই কেঁদে ফেলেছিলাম। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর সকলের চোখেই আনন্দাশ্রু। আমরা যে লক্ষ্যপূরণে এসেছিলাম, সেটা সফলভাবে করতে পারায়। শেফালি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন গতকালের ফাইনালে পর। তিনি বলেন, আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। কিন্তু সেটা পারিনি। নিঃসন্দেহে এই জয় আমাদের কাছে বড় কৃতিত্বের, আবার এর থেকেই শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে চাই। আমি দেশের হয়ে আরও বেশি রান করতে চাই। শুধু একটা কাপ জিতেই সন্তুষ্ট থাকছি না। এটা সবে শুরু। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু মহিলাদের টি ২০ বিশ্বকাপ। যুব বিশ্বকাপের দলের শেফালি ও রিচা ঘোষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের দলের সঙ্গে চলতি সপ্তাহেই যোগ দেবেন।

সেরা একাদশে তিন

এদিকে, আইসিসি যুব বিশ্বকাপের পারফরম্যান্সের নিরিখে সেরা একাদশ বেছে নিয়েছে। তাতে রয়েছেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত। শেফালি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৩৪ বলে ৭৮ রানের ইনিংস-সহ টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। তিনি ১৭২ রান করার পাশাপাশি বল হাতে ৭ ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন। শেরাওয়াত ১৩৯.৪৩ স্ট্রাইক রেট রেখে ৯৯ গড়ে ২৯৭ রান করেছেন। আইসিসির সেরা একাদশে রয়েছেন পার্শ্বী চোপড়া। তিনি প্রথম তিন ম্যাচে ২টি উইকেট পেলেও টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন ৬ ম্যাচে ১১ উইকেট দখল করে। সুপার সিক্সের শেষ ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ রানে ৪ উইকেট নেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেন ২০ রান দিয়ে। ফাইনালে ১৩ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

বুধবার আমেদাবাদে

ভারতের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে অভিনন্দন-বার্তা দিয়ে উৎসাহিত করেছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও দেশকে পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো পৃথ্বী শ। শেফালি ভার্মারা সকলেই উপস্থিত থাকবেন আমেদাবাদে বুধবার অনুষ্ঠেয় ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে। বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন সেদিনই হবে বলে জানান বোর্ড সচিব জয় শাহ। বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ৫ কোটি টাকা দেওয়ার ঘোষণাও তিনি করেছেন।

English summary
Shafali Verma, Shweta Sehrawat And Parshavi Chopra In ICC U19 Women's T20 World Cup Team Of The Tournament. Shafali Wants To Win T20 World Cup With Senior Team Starting Next Month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X