For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড, দ্বৈরথের আগে কী বলছেন শেফালি?

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। ভারত অধিনায়ক শেফালি ভার্মা দলের খেলায় খুশি।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি এবার থেকেই চালু করেছে অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ। তারই ফাইনালে পৌঁছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারত। কাল পোচেফস্ট্রুমে হবে ফাইনালে। ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। প্রথম সেমিফাইনালে ভারত হারিয়েছে নিউজিল্যান্ডকে। অপর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া।

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড

(ছবি- জয় শাহ-র টুইটার)

প্রথম সেমিফাইনালে গতকাল ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে ইজি শার্পের নেতৃত্বাধীন দল। জর্জিয়া প্লিমার সর্বাধিক ৩৫ রান করেন। ভারতের সফলতম বোলার পার্শ্বী চোপড়া ৪ ওভারে ১টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। তিতাস সাধু, মান্যত কাশ্যপ, শেফালি ভার্মা ও অর্চনা দেবী একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ব্যাট হাতে শেফালি ভার্মা ৯ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে শ্বেতা শেরাওয়াত দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ১০টি চারের সাহায্যে ৪৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সৌম্যা তিওয়ারি ২৬ বলে ২২ রান সংগ্রহ করেন। ভারতের মাত্র দুটি উইকেটই ফেলতে সক্ষম হন কিউয়ি বোলাররা। দুটি উইকেটই পেয়েছেন আন্না ব্রাউনিং।

৮ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ভারত। আজ আবার শেফালি ভার্মার জন্মদিন। তাঁর কথায়, পরিকল্পনা অনুযায়ী সব কিছু হচ্ছে বলে ভালো লাগছে। আমরা ফাইনালে খেলার ব্যাপারে উত্তেজিত। অস্ট্রেলিয়া ম্যাচের ভুলভ্রান্তিগুলি শুধরে নেওয়ার জন্য সকলেই সচেষ্ট ছিলাম। সেটা সফলভাবেই হয়েছে। জন্মদিনের সেলিব্রেশন হবে ফাইনালের জন্য প্রস্তুতির পরই। ভারতীয় দলকে ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। দ্বিতীয় সেমিফাইনালে গতকালই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব মহিলা দলকে হারিয়ে দেয় ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ১৯.৫ ওভারে ৯৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। আলেক্সা স্টোনহাউস করেন ২৫ রান। ম্যাগি ক্লার্ক, এলা হেওয়ার্ড ও সিয়ানা জিঞ্জার তিনটি করে উইকেট নেন। জবাবে ১৮.৪ ওভারে ৯৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩ রানে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের রুদ্ধশ্বাস জয়ের পিছনে অবদান রাখেন হান্নাহ বেকার (১০ রানের বিনিময়ে ৩ উইকেট) ও গ্রেস স্ক্রিভেন্স (৮ রানে ২ উইকেট)।

English summary
Shafali Verma-Led India Will Face England In The Women's Under-19 T20 World Cup Final On Sunday. India Women U-19 Defeated New Zealand U-19 By 8 Wickets To Reach The Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X