মিতালির বায়োপিকের প্রথম পোস্টার লঞ্চ: চোখ ধাঁধানো লুক তাপসীর
মিতালির বায়োপিক 'শাবাস মিতু'-র প্রথম পোস্টার প্রকাশ। মিতালির ভূমিকায় চোখ ধাঁধানো লুকে নজর কাড়লেন তাপসী পান্নু। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওডিআই ও টেস্ট অধিনায়িকা মিতালি রাজের চরিত্রে তাপসী পান্নু অভিনয় করছেন আগেই জানা ছিল। পরের বছরে ছবি মুক্তি পাবে। ২০২১ সালে ৫ ফেব্রুয়ারিতে এই ছবি মুক্তি পাবে। এদিন সেই ছবির প্রথম লুক প্রকাশ পেল। মিতালির স্টাইলে ব্যাট হাঁকানোর মুহূর্তকে প্রথম পোস্টারে ধরা হয়েছে। নীল জার্সিতে মিতালির চরিত্রে তাপসীর লুকের সর্বত্র প্রশংসা শুরু। এর আগে 'সান্ড কি আঁখ', 'বাদলা', 'মিশন মঙ্গল', 'গেম ওভার' সিনেমায় অভিনয়ের নজর কাড়া পারফর্ম্যান্সে বলিউডের তাপসী এখন অন্য়তম সফল জনপ্রিয় অভিনেত্রী।

দেশের হয়ে ১০টি টেস্টে মিতালির সংগ্রহ ৬৬৩ রান। অন্যদিকে ওডিআইয়ে ২০৯ ম্যাচের ১৮৯ ইনিংসে সংগ্রহ ৬৮৮৮ রান। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৮৯ ম্যাচ খেলে সংগ্রহ ২৩৬৪ রান। টেস্টে ১ ও ওডিআই মিতালির ৭টি সেঞ্চুরি রয়েছে। উল্লেখ্য মিতালির জন্মদিনে তার বলিউডে তাঁর বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়। যারপর মিতালির চরিত্রে তাপসীর লুক নিয়ে চর্চা ছিল তুঙ্গে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">It’s really time to stand up for the women in blue . Thank you <a href="https://twitter.com/AndhareAjit?ref_src=twsrc%5Etfw">@AndhareAjit</a> the poster looks really good . <a href="https://t.co/Np3sia5oeo">https://t.co/Np3sia5oeo</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/1222409062756777987?ref_src=twsrc%5Etfw">January 29, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বলিউডে এর আগে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিয়ে বায়োপিক হয়েছে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে তৈরি হয়েছে 'এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি।' অন্যদিকে সচিনের জীবন নিয়ে তৈরি হয়েছে 'সচিন, এ বিলিয়ন ড্রিমস'। বিশ্বকাপজয়ী দুই পুরুষ ক্রিকেটারকে নিয়ে বলিউডে সিনেমা তৈরি হলেও ভারতের মহিলা ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বলিউডে বায়োপিক তৈরি হচ্ছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Big thank you to <a href="https://twitter.com/viacom18?ref_src=twsrc%5Etfw">@viacom18</a> for sharing my story with the world. <a href="https://twitter.com/taapsee?ref_src=twsrc%5Etfw">@taapsee</a> you ARE going to "hit it out of the park"!! ❤️ <a href="https://t.co/z3P59YOfik">https://t.co/z3P59YOfik</a></p>— Mithali Raj (@M_Raj03) <a href="https://twitter.com/M_Raj03/status/1222411724147625984?ref_src=twsrc%5Etfw">January 29, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>