For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেক্রেড গেমস'-এর গাইতোন্ডের ডায়লগ, 'আপুনহি ভগবান হ্যায়' ধার করে রোহিতের প্রশংসা

'সেক্রেড গেমস'-এর গাইতোন্ডের ডায়লগ, 'আপুনহি ভগবান হ্যায়' ধার করে রোহিতের প্রশংসা

  • |
Google Oneindia Bengali News

সুপার ওভারে নাটকীয় মুহূর্তে জোড়া ছক্কা হাঁকিয়ে নায়ক রোহিত শর্মা। সিরিজের প্রথম দুই ম্যাচে ফ্লপ করলেও তৃতীয় ম্যাচে হ্যামিলটনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন হিটম্যান। সুপার ওভারে শেষ দুই বলে ১০রান প্রয়োজন ছিল। সবাই যখন ধরে নিয়েছে থ্রিলার লড়াইয়ে শেষ মুহূর্তে ভারত হারতে চলেছে। সেখানে শেষ দুই বলে হিটম্যান শো। রোহিতের জোড়া ছক্কায় সিরিজ জিতল ভারত। ৩-০ ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

সেহওয়াগের টুইট

রোহিতের বিধ্বংসী ব্য়াটিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে প্রশংসা তুঙ্গে। দেশের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টুইটে লিখেছেন, 'এইসা লাগতা হ্য়ায় আপুনহি ভগবান হ্যায়। রোহিতের জন্য এই ডায়লগ একেবারে উপযুক্ত। অসম্ভবকে সম্ভব করতে পারে হিটম্যান।'

শামির প্রশংসা

শুধু রোহিতেরই নয় মহম্মদ শামিরও প্রশংসা করলেন বীরু। টুইটে সেহওয়াগ লেখেন, '৪ বলে ২ রান আটকানোও বড়় সাফল্য। শামির এই চেষ্টা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। ভারতের এই জয় অবশ্যই ক্রিকেট ফ্যানেদের ভালো লেগে থাকবে। প্রসঙ্গত শেষ ছয় বলে নিউজিল্যান্ডের ৯ রান দরকার ছিল। সেখানে ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসন ও ষষ্ঠ বলে রস টেলারকে আউট করেন শামি। শেষ ওভারে শামি ৮ রান খরচ করে ম্যাচ টাই করে।

যুবরাজ সিং যা লিখলেন

যুবরাজ সিং লিখেছেন, 'ব্রোথাম্যান' ইউ বিউটি। অন্যদিকে ভিভি এস লক্ষ্মণ লিখলেন,'রোহিত শর্মা আবার দেখিয়ে দিলেন, কেন তিনি সেরা ক্রিকেটার। আর বল হাতে শামি দেখালেন কেন তিনি সেরা বোলার। এই ম্যাচ মনে গেঁথে থাকবে।'

ভাজ্জি যা লিখলেন

ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রোহিত হ্য়ায় তো মামলা হিট হ্যায়, ভারতকে অনেক শুভেচ্ছা।'

English summary
Sehwag, Yuvraj praise on Rohit Sharma, says Aisa lagta hai apunich Bhagwan hai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X