For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে শেহওয়াগ বনাম গম্ভীর! লেজেন্ডস লিগ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত, ম্যাচ কমল কলকাতায়

  • |
Google Oneindia Bengali News

লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণটি শুরু হচ্ছে কলকাতায়। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ইডেনে ১৬ সেপ্টেম্বর চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সরে দাঁড়ানোয় এই ম্যাচটি ঘিরে আগ্রহ কমেছে। আয়োজকরা প্রথমে জানিয়েছিলেন, কলকাতায় এই চ্যারিটি ম্যাচ-সহ তিনটি খেলা হবে। যদিও যে সূচি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ইডেনে মোট ২টি ম্যাচ হবে।

ইডেনে শুরু লেজেন্ডস লিগ

লেজেন্ডস লিগের চারটি দলের নেতৃত্বে রয়েছেন ভারতের চার প্রাক্তন তারকা। বীরেন্দ্র শেহওয়াগ গুজরাত জায়ান্টসের অধিনায়ক। গৌতম গম্ভীর ইন্ডিয়া ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। লিগ পর্যায়ের প্রথম ম্যাচে শেহওয়াগ বনাম গম্ভীর দ্বৈরথের সাক্ষী থাকবে কলকাতার ইডেন গার্ডেন্স। ইডেনে ১৭ সেপ্টেম্বর এই ম্যাচটি হবে। এরপর ১৮ সেপ্টেম্বর লখনউয়ে হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মণিপাল টাইগারসের সামনে ইরফান পাঠানের ভিলওয়াড়া কিংস। লিগ পর্যায়ে হবে মোট ১২টি ম্যাচ, প্রতিটি দলই একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। মোট চার দিনের বিরতি রাখা হয়েছে টুর্নামেন্টের মধ্যে।

প্রাক্তন তারকাদের জমজমাট দ্বৈরথ

লিগ পর্যায়ের শেষে শীর্ষ থাকা দুটি দল ২ অক্টোবর যোধপুরের বরকতুল্লাহ খান স্টেডিয়ামে কোয়ালিফায়ার খেলবে। জয়ী দল পৌঁছে যাবে সরাসরি ফাইনালে। ফাইনাল খেলাটি হবে ৫ অক্টোবর। কোয়ালিফায়ারে যে দলটি হারবে তারা লিগ পর্যায়ের শেষে তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে। এই ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। লিগের শেষে চতুর্থ স্থানাধিকারী দলের সামনে কোনও সুযোগই থাকছে নায ক্রিস গেইল বনাম হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ বনাম মিচেল জনসন, শেন ওয়াটসন বনাম মুথাইয়া মুরলীধরন দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ২৫ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি শুরু হবে বিকেল চারটে থেকে। লিগ পর্যায়ের বাকি সব ম্যাচই হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। প্রথম কোয়ালিফায়ারটিও বিকেল চারটে থেকে হবে।

কোথায় হবে খেলাগুলি?

কোথায় হবে খেলাগুলি?

কলকাতা, লখনউ, দিল্লি, কটক ও যোধপুরে লেজেন্ডস লিগ ক্রিকেটের খেলাগুলি হবে। কোয়ালিফায়ার-২ ও ফাইনাল কোথায় হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি আয়োজকরা। টিকিট পাওয়া যাচ্ছে বুকমাইশো-তে।

নজরে সূচি

একনজরে দেখে নেওয়া যাক কোথায় হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের খেলাগুলি


১৬ সেপ্টেম্বর: ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস (ইডেন গার্ডেন্স, কলকাতা)
১৭ সেপ্টেম্বর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস (ইডেন গার্ডেন্স, কলকাতা)
১৮ সেপ্টেম্বর: মণিপাল টাইগারস বনাম ভিলওয়াড়া কিংস (বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ)
১৯ সেপ্টেম্বর: গুজরাত জায়ান্টস বনাম মণিপাল টাইগারস (বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ)
২০ সেপ্টেম্বর: রেস্ট ডে
২১ সেপ্টেম্বর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম ভিলওয়াড়া কিংস (বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ)
২২ সেপ্টেম্বর: গুজরাত জায়ান্টস বনাম মণিপাল টাইগারস (অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি)
২৩ সেপ্টেম্বর: রেস্ট ডে
২৪ সেপ্টেম্বর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম ভিলওয়াড়া কিংস (অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি)
২৫ সেপ্টেম্বর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস (অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি)
২৬ সেপ্টেম্বর: মণিপাল টাইগারস বনাম ভিলওয়াড়া কিংস (বরাবাটি স্টেডিয়াম, কটক)
২৭ সেপ্টেম্বর: গুজরাত জায়ান্টস বনাম ভিলওয়াড়া কিংস (বরাবাটি স্টেডিয়াম, কটক)
২৮ সেপ্টেম্বর: রেস্ট ডে
২৯ সেপ্টেম্বর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম মণিপাল টাইগারস (বরাবাটি স্টেডিয়াম, কটক)
৩০ সেপ্টেম্বর: গুজরাত জায়ান্টস বনাম ভিলওয়াড়া কিংস (বরকতুল্লাহ খান স্টেডিয়াম, যোধপুর)
১ অক্টোবর: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম মণিপাল টাইগারস (বরকতুল্লাহ খান স্টেডিয়াম, যোধপুর)
২ অক্টোবর: কোয়ালিফায়ার ১ (বরকতুল্লাহ খান স্টেডিয়াম, যোধপুর)
৩ অক্টোবর: এলিমিনেটর
৪ অক্টোবর: রেস্ট ডে
৫ অক্টোবর: ফাইনাল

English summary
Sehwag’s Gujarat Giants Will Face Gambhir’s India Capitals In The Season Opener Of Legends League Cricket At Eden Gardens, Kolkata. League Will Witness A Benefit Match Being Played A Day Prior Between India Maharajas And World Giants On September 16.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X