For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্তিকের চোটে ভারতীয় একাদশে রদবদলের জোরালো সম্ভাবনা, বাংলাদেশ ম্যাচে কাদের চাইছেন শেহওয়াগ-ভাজ্জি?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে পারথে পেস সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হয়েছে ভারত। লো স্কোরিং ম্যাচ হলেও তার রুদ্ধশ্বাস পরিসমাপ্তিই হয়েছে। এই পরাজয়ের ফলে বুধবারের ভারত-বাংলাদেশ ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১১টি টি ২০ আন্তর্জাতিকে হেরেছে মাত্র একটিতে। ফলে রোহিতরা ফেভারিট হলেও একাদশে রদবদলের সম্ভাবনা ভালোই রয়েছে।

পন্থকে খেলানোর পক্ষে সওয়াল

পন্থকে খেলানোর পক্ষে সওয়াল

বীরেন্দ্র শেহওয়াগ একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি প্রথম থেকেই মনে করি ঋষভ পন্থকে খেলানো উচিত। পন্থ অস্ট্রেলিয়ায় টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন, সাফল্য পেয়েছেন। গাব্বায় অস্ট্রেলিয়ার অহঙ্কার চূর্ণ করেছেন। দীনেশ কার্তিক কবে অস্ট্রেলিয়ায় খেললেন? অস্ট্রেলিয়ার উইকেট বেঙ্গালুরুর মতোও নয়। তাই শুধু বাংলাদেশ ম্যাচে নয়, কার্তিকের জায়গায় পন্থকেই বাকি ম্যাচগুলিতে খেলানোর পরামর্শ দিয়েছেন বীরু। তাঁর কথায়, আমি পরামর্শ দিতে পারি। সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। কার্তিক ফিট হয়ে গেলে তাঁকেও খেলানো হতে পারে। কিন্তু আমি মনে করি পন্থেরই প্রথম থেকে দলে থাকা উচিত ছিল। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দীপক হুডাকে না নিয়েও পন্থকে নেওয়া প্রয়োজন ছিল।

কার্তিকের চোট

কার্তিকের চোট

দীনেশ কার্তিক ব্যাট হাতে সফল হতে পারেননি চলতি বিশ্বকাপে। গতকাল ১৫ বলে মাত্র ৬ রান করেছেন। এরপর ১৫তম ওভারে পিঠের যন্ত্রণায় মাঠ ছেড়েছেন। সেই সময় উইকেটকিপিং করেন ঋষভ পন্থ। ভুবনেশ্বর কুমার ম্যাচের শেষে জানিয়েছেন, কার্তিকের পিঠে চোট রয়েছে। ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন। বুধবার বাংলাদেশ ম্যাচ, আজ অ্যাডিলেড যাবে ভারতীয় দল। পারথে প্রবল ঠাণ্ডায় ব্যাক স্প্যাজমের সমস্যা হতে পারে। কার্তিক ফিট হয়ে উঠতে পারেন কিনা সেদিকে সকলের নজর রয়েছে।

রাহুলের জায়গায় পন্থকে দেখছেন ভাজ্জি

রাহুলের জায়গায় পন্থকে দেখছেন ভাজ্জি

হরভজন সিং একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ঋষভ পন্থকে অবশ্যই প্রথম একাদশে রাখা উচিত। আমরা সকলেই জানি লোকেশ রাহুল ভালো প্লেয়ার। তিনি ম্যাচ জেতাতে পারেন। কিন্তু তিনি যখন ফর্মে না থাকায় সমস্যা হচ্ছে, তাঁর জায়গাতেও পন্থকে খেলানো যেতে পারে। আমি মনে করি, হরভজন সিংয়ের জায়গায় যুজবেন্দ্র চাহালকে খেলানো উচিত। চাহাল উইকেট নিতে পারদর্শী। ২-৩ উইকেট তিনি যদি তুলে নিতে পারেন তাহলে কিছু রান খরচ করলেও সমস্যা নেই। চাহাল শুধু বড় ম্যাচ-উইনারই নন, বিশ্বে টি ২০ আন্তর্জাতিকে বোলারদের মধ্যে প্রথম সারিতেও রয়েছেন।

২০১১ বিশ্বকাপের মতো হবে?

২০১১ বিশ্বকাপের মতো হবে?

এরই মধ্যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ে ২০১১ সালের সঙ্গে মিল পাচ্ছেন শেহওয়াগ। তিনি টুইটে লিখেছেন, ওয়েল ডান দক্ষিণ আফ্রিকা! ভারত ভালো লড়াই করলেও ১৩৩ রান যথেষ্ট ছিল না। ২০১১ সালের বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর বাকি সব ম্যাচ জিতেছিলাম। এবারও তেমন কিছুরই আশা করছি।

সাত্ত্বিক-চিরাগ জুটির বাজিমাত ফরাসি ওপেন ব্যাডমিন্টনে, দখলে তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর খেতাব সাত্ত্বিক-চিরাগ জুটির বাজিমাত ফরাসি ওপেন ব্যাডমিন্টনে, দখলে তৃতীয় ওয়ার্ল্ড ট্যুর খেতাব

English summary
T20 World Cup: Virender Sehwag And Harbhajan Singh Want To See Rishabh Pant In India's XI Against Bangladesh. According To Bhajji, Yuzvendra Chahal Should Be Included In Place Of Ravichandran Ashwin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X