For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ লক্ষে অনূর্ধ্ব ১৯ অধিনায়ক দিল্লিতে, তিন - চার গুণ বেশি দাম পেলেন বাওয়া-হাঙ্গরগেকররা

৫০ লক্ষে অনূর্ধ্ব ১৯ অধিনায়ক দিল্লিতে, তিন - চার গুণ বেশি দাম পেলেন বাওয়া-হাঙ্গরগেকররা

Google Oneindia Bengali News

সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ীদের কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনে সেদিকে নজর ছিল সবার। কাকে কোন দল নেয় সেটাই দেখার ছিল। আদৌ কি তারুণ্যের উপর ভরসা করবে কোনও দল? এমনিতে রাজস্থান ও হায়দ্রাবাদ ছাড়া আইপিএলের ইতিহাস বলছে খুব একটা আন্ডার নাইন্টিন থেকে ক্রিকেটার নেয় না কোনও দল। তবে নজর থাকেই। সদ্য বিশ্ব জয়ী বলে কথা, এরাই হয়তো কেউ কেউ আগামী দিনে ভারতের ক্রিকেটের নতুন তারকা হবে।

৫০ লক্ষে অনূর্ধ্ব ১৯ অধিনায়ক দিল্লিতে, তিন - চার গুণ বেশি দাম পেলেন বাওয়া-হাঙ্গরগেকররা

দেখা গেল কয়েকজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারকে নিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে অধিনায়ক যশ ঢুলকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। রাজ অঙ্গদ বাওয়াকে ২ কোটি টাকায় নিল পাঞ্জাব কিংস। তিনি অধিনায়কের থেকে চার গুণ বেশি দাম পেয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজবর্ধন হাঙ্গরগেকরকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় নিল চেন্নাই সুপার কিংস। তিনি অধিনায়কের থেকে তিন গুণ বেশি দাম পেলেন। হার্নূর সিং, অসওয়াল অবিক্রিত।

IPL Auction 2022: অবিশ্বাস্য দর পেলেন এই ক্যারিবিয়ান তারকা, পাঁচ দলের লড়াইয়ে জিতল সানরাইজার্স হায়দরাবাদIPL Auction 2022: অবিশ্বাস্য দর পেলেন এই ক্যারিবিয়ান তারকা, পাঁচ দলের লড়াইয়ে জিতল সানরাইজার্স হায়দরাবাদ

সবমিলিয়ে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস কিনেছে শিবম দুবে (৪ কোটি), মহীশ থিক্ষাণা (৭০ লক্ষ), রাজবর্ধন হাঙ্গরগেকর (১ কোটি ৫০ লক্ষ), সিমরজিৎ সিংকে (২০ লক্ষ), দিল্লি ক্যাপিটালস কিনেছে মনদীপ সিং (১ কোটি ১০ লক্ষ), সৈয়দ খলিল আহমেদ (৫ কোটি ২৫ লক্ষ), চেতন সাকারিয়া (৪ কোটি ২০ লক্ষ), ললিত যাদব (৬৫ লক্ষ), রিপল প্যাটেল (২০ লক্ষ), যশ ঢুলকে (৫০ লক্ষ)। কলকাতা নাইট রাইডার্স কিনেছে অজিঙ্ক রাহানে (১ কোটি), রিঙ্কু সিং (৫৫ লক্ষ), অনুকূল রায়কে (২০ লক্ষ), লখনউ সুপার জায়ান্টস কিনেছে কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লক্ষ), দুষ্মন্ত চামিরা (২ কোটি), শাহবাজ নাদিম (৫০ লক্ষ),মনন ভোরাকে (২০ লক্ষ)। মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে জয়দেব উনাদকাট (১ কোটি ৩০ লক্ষ), ময়াঙ্ক মার্কণ্ডে (৬৫ লক্ষ), এন তিলক বর্মা (১ কোটি ৭০ লক্ষ), সঞ্জয় যাদবকে (৫০ লক্ষ)। পাঞ্জাব কিংস কিনেছে লিয়াম লিভিংস্টোন (১১ কোটি ৫০ লক্ষ), ওডিন স্মিথ (৬ কোটি), সন্দীপ শর্মা (৫০ লক্ষ), রাজ অঙ্গদ বাওয়াকে (২ কোটি)। রাজস্থান রয়্যালস: নভদীপ সাইনিকে (২ কোটি ৬০ লক্ষ)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছে মহীপাল লোমররকে (৯৫ লক্ষ)। সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে এইডেন মার্করাম (২ কোটি ৬০ লক্ষ), মার্কো জানসেনকে ৪ কোটি ২০ লক্ষ)। গুজরাত টাইটান্স কিনেছে ডমিনিক ড্রেকস (১ কোটি ১০ লক্ষ), জয়ন্ত যাদব (১ কোটি ৭০ লক্ষ), বিজয় শঙ্কর (১ কোটি ৪০ লক্ষ), দর্শন নালকণ্ডে (২০ লক্ষ), যশ দয়ালকে।(৩ কোটি ২০ লক্ষ)। অবিক্রিত: ডেভিড মালান, মার্নাস লাবুশানে, ইয়ন মর্গ্যান, সৌরভ তিওয়ারি, অ্যারন ফিঞ্চ, চেতেশ্বর পূজারা, জিমি নিশাম, ক্রিস জর্ডন, ইশান্ত শর্মা, লুঙ্গি এনগিডি, শেল্ডন কটরেল, নাথান কুল্টার-নাইল, তাবরেজ শামসি, কায়েস আহমেদ, কর্ণ শর্মা, ইশ সোধি, পীযূষ চাওলা, বিরাট সিং, হিম্মত সিং, সচিন বেবি, হার্নূর সিং, হিমাংশু রানা, রিকি ভুই, ভিকি অস্টওয়াল, বাসু বৎস, যশ ঠাকুর, আরজান নাগওয়াসওয়ালা, মুজতবা ইউসুফ, কুলদীপ সেন, আকাশ সিং।

English summary
see how much money under 19 champion players get in ipl auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X