অভিষেকেই বাজিমাত বোল্যান্ডের, এক নজরে টেস্ট অভিষেকে সর্বকালের সেরা দশ পারফরম্যান্স
মাত্র তিন দিনেই বক্সিং ডে টেস্ট শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের তারকা সমৃদ্ধ দলকে ক্লাব স্তরে নামিয়ে এনে অ্যাশেজ জিততে সময় লেগেছে ৭২ঘণ্টারও কম। ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস সহ ১৪ রানে অস্ট্রেলিয়া'কে জয় এনে দেওয়ার মূল কারিগর দেশের জার্সিতে সদ্য অভিষেক হওয়া স্কট বোল্যান্ড।

ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, স্টিভ স্মিথের মতো তারকার উপস্থিতিতেও নিজের দিকে সমস্ত লাইমলাইট টেনে নিয়েছেন ৩২-বছর বয়সী এই অস্ট্রেলীয়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ করেছেন একার কাঁধে দায়িত্ব নিয়ে। মাত্র চার ওভার বোলিং করে এবং ৭ রান খরচ করে তুলে নিয়েছেন ৬ উইকেট। তাঁর বোলিং ফিগার ৪-১-৭-৬। দুই ইনিংস মিলিয়ে অভিষেকে টেস্টে তাঁর সংগ্রহ সাতটি উইকেট।
সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন? করোনার কবলে পড়েছেন বুঝলেন কীভাবে?
যদিও অভিষেক টেস্টে সেরা বোলিং ফিগারের নিরিখে সেরা দশের মধ্যে জায়গা হয়নি বোল্যান্ডের। মেলবোর্ন টেস্টের ম্যাচের সেরা বোল্যান্ড সর্বকালীন রেকর্ডের বিচারে রয়েছেন ২২ নম্বরে। অভিষেকে সেরা বোলিং ফিগারের বিচারে প্রথম দুই-এ রয়েছে অস্ট্রেলিয়ার-ই প্রাক্তন নক্ষত্র অ্যালবার্ট ট্রট (৮-৪৩) এবং রবার্ট মেসিই (৮-৫৩)। ঘটনাচক্রে অভিষেক টেস্টে এই দু'জনের সেরা বোলিং ফিগার-ও ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।
চতুর্থ 'নেটিভ অস্ট্রেলিয়ান' হিসেবে ব্যাগি গিন মাথায় তুলে ছিলেন বোল্যান্ড। তাঁর আগে মাত্র তিন জন 'নেটিভ অস্ট্রেলিয়ান' ব্যাগি গ্রিন পরার যোগ্যতা অর্জন করেছিলেন। এঁরা হলেন জেসন গিলিসপি, অ্যাশলেগ গার্ডনার এবং ফেথ থমাস। তালিকায় চতুর্থ হলেও অস্ট্রেলিয়া'র সোনার দলের গিলিসপি'র পর দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে এই তালিকায় থাকবেন বোল্যান্ড।
প্রথম 'নেটিভ অস্ট্রেলিয়ান' হিসেবে অস্ট্রেলিয়া'র হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছিলেন ফেথ থমাস। ১৯৫৮ সালে মহিলা অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম 'নেটিভ অস্ট্রেলিয়ান' পুরুষ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জেসন গিলিসপি। অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১টি টেস্টে তাঁর সংগ্রহ ২৫৯টি উইকেট। অস্ট্রেলিয়ার সোনালি দলের পেস বোলিং-এর অন্যতম স্তম্ভ হলেও ব্যাট হাতে একটি ডবল সেঞ্চুরিও রয়েছে গিলিসপি'র।
'নেটিভ অস্ট্রেলিয়ান ক্রিকেটার' হলেন সেই সকল ক্রিকেটার যাঁরা অস্ট্রেলিয়ার আদি উপজাতি থেকে উঠে এসেছেন। 'নেটিভ অস্ট্রেলিয়ান'রা হলেন তাঁরাই যাঁরা ব্রিটিশ উপনিবেশের আগে থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এদের নিজস্ব ভাষা রয়েছে, ইতিহাস রয়েছে, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। ভিক্টোরিয়া'র কোল্যাক এরিয়ার গুলিদজান উপজাতি'র সদস্য স্কট বোল্যান্ড।
টেস্ট অভিষেকে সেরা বোলিং ফিগারের বিচারে ট্রট এবং মেসিই-এর পর তালিকার তৃতীয়স্থানে রয়েছেন নরেন্দ্র হিরওয়ানি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৬১ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুসেনার নিজ