For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ক্রিকেটে নতুন অধ্যায় শুরু লক্ষ্মীরতন শুক্লার, অরুণের ডেপুটি হলেন সৌরাশিস

Google Oneindia Bengali News

বাংলা ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। অনূর্ধ্ব ২৩ দলের কোচ করা হয়েছে তাঁকে। বাংলা সিনিয়র দলের কোচ হিসেবে থাকছেন অরুণ লাল-ই। বাংলা সিনিয়র দলের সহকারী কোচের পদে উন্নীত হয়েছেন সৌরাশিস লাহিড়ি। অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ভালো কাজেরই পুরস্কার পেলেন তিনি। রণদেব বোসকে সরিয়ে বাংলার সমস্ত দলের বোলিং কোচ করা হয়েছে প্রাক্তন পেসার শিবশঙ্কর পালকে।

মেয়াদ বাড়ল লক্ষ্মণের

মেয়াদ বাড়ল লক্ষ্মণের

বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভিভিএস লক্ষ্মণের মেয়াদ শেষের কথা ছিল আগামী অক্টোবরে। তাঁকে আগামী বছর মার্চ অবধি রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। বাংলার সমস্ত দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন উৎপল চট্টোপাধ্যায়। ফলে মুথাইয়া মুরলীধরনকে আর বাংলা ক্রিকেট দলের সঙ্গে রাখা হবে না। বাংলার মহিলা দলের হেড কোচ করা হয়েছে ঋতুপর্ণা রায়কে। তাঁর সহকারীর দায়িত্ব সামলাবেন চরণজিৎ সিং। বাংলার প্রাক্তনদের হাতেই আরও বেশি দায়িত্ব তুলে দিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া আশাপ্রকাশ করেন, তাঁদের হাত ধরেই আগামী মরশুমেই বাংলার বিভিন্ন দল ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সরণিতে হাঁটবে।

খুশি অরুণ

খুশি অরুণ

বাংলার কোচ অরুণ লাল বলেন, সৌরাশিস গত তিন মরশুম ধরে অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ভালো কাজ করেছেন। ফলে ক্রিকেটারদের ভালোই চেনেন। আমি ব্যক্তিগতভাবেও তাঁকে পছন্দ করি। বাংলা দলের একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন। তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।

চ্যালেঞ্জ নিয়ে

চ্যালেঞ্জ নিয়ে

সৌরাশিস বলেন, অনূর্ধ্ব ১৩ থেকে বাংলা দলকে নিজের সেরাটা দিয়ে এসেছি। তবে সিএবি আমাকে তাঁর চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। ক্রিকেটার থেকে কোচ হিসেবে উত্তরণের মসৃণ পথ পেয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়ার জন্যও। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়াও উৎসাহিত করেন। বাংলা দলের সহকারী কোচ হিসেবে অরুণ লালের মতো আইকনের সঙ্গে কাজ করতে পারাটা বিশাল সম্মানের। আমার উপর আস্থার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। নতুন দায়িত্ব পেয়ে লক্ষ্মীরতন শুক্লা বলেন, সকলে মিলে একসঙ্গে কাজ করব। সামনের দিকে তাকিয়ে আছি।

আত্মবিশ্বাসী ম্যাকো

আত্মবিশ্বাসী ম্যাকো

শিবশঙ্কর পাল বলেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালোবাসি। মিজোরামের কোচ হিসেবেই হোক বা বাংলার মহিলা দলের কোচ হিসেবে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে প্রতিভা অন্বেষণ ও তাঁদের প্রতিভার বিকাশে বোলিং কোচ হিসেবে যা দায়িত্ব সেটা পালন করব। সিএবি আমাকে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার লক্ষ্য থাকবে বাংলা থেকে যাতে বোলাররা জাতীয় দলে সুযোগ পায় তা নিশ্চিত করতে তাঁদের সবরকম সহযোগিতা করা।

English summary
Saurasish Lahiri Promoted As Assistant Coach Of Senior Bengal Team And Shib Shankar Paul Appointed As Bowling Coach. Laxmi Ratan Shukla Set To Be Appointed As Under 23 Bengal Coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X