For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরফরাজ স্বপ্নের ফর্মে, রঞ্জি ফাইনালে শতরান হাঁকাতেই মুম্বই ব্যাটারকে ভারতীয় দলে নেওয়ার দাবি জোরালো

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুম্বইকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দিল সরফরাজ খানের শতরান। চলতি মরশুমে তিনিই রঞ্জিতে সর্বাধিক রানের মালিক। ধারেকাছে কেউ নেই। গতকাল প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ৫ উইকেটে ২৪৮। সরফরাজ অপরাজিত ছিলেন ৪০ রানে। সেখান থেকে পৃথ্বী শ-র দল ৩৭৪ রানে পৌঁছে গেল সরফরাজের ১৩৪ রানের সৌজন্যে।

সরফরাজ স্বপ্নের ফর্মে

সরফরাজ স্বপ্নের ফর্মে

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ সরফরাজ ১৩৪ রানে আউট হওয়ায় চলতি রঞ্জি ট্রফির ৬টি ম্যাচে ৮টি ইনিংসে তাঁর মোট রান দাঁড়াল ৯৩৭। দ্বিতীয় স্থানে থাকা নাগাল্যান্ডের চেতন বিস্তের সংগ্রহ ৬২৩ রান। এবারের রঞ্জিতে সরফরাজ এখনও অবধি ব্যাটিং গড় ১৩৩.৮৫, স্ট্রাইক রেট ৬৮.৬৯। চারটি শতরান ও দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন। শতরানের নিরিখেই শুধু চেতন বিস্ত এগিয়ে সকলের চেয়ে। তিনি চার ম্যাচে ৬ ইনিংসে পাঁচটি শতরান করেছেন।

রানের ফুলঝুরি

রানের ফুলঝুরি

২৫তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন সরফরাজ। ইতিমধ্যেই আটটি শতরান করেছেন ৩৬টি ইনিংসের মধ্যে। অর্ধশতরানের সংখ্যা সাতটি। কেরিয়ারে সর্বাধিক ব্যক্তিগত স্কোর অপরাজিত ৩০১। ৮১-র উপর ব্যাটিং গড়। পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০০ রান করা ব্যাটারদের মধ্যে এত বেশি গড় সরফরাজ ছাড়া ছিল শুধু ডন ব্র্যাডম্যানের! তাই অনেকেই দাবি করছেন, অবিলম্বে সরফরাজকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। সরফরাজ যা করণীয় তা করেছেন, রঞ্জি ফাইনালে পর্যন্ত শতরান করেছেন। এবার বল নির্বাচকদের কোর্টে।

এবারের রঞ্জিতে

এবারের রঞ্জিতে

সরফরাজ এবার রঞ্জি অভিযানে প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪০১ বলে ২৭৫ রান করেছিলেন। গোয়া ম্যাচে দুই ইনিংসে সরফরাজ করেন যথাক্রমে ৬৩ ও ৪৮। এরপর ওডিশার বিরুদ্ধে করেন ১৬৫। কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২০৫ বলে ১৫৩ রান করেন সরফরাজ। সেমিফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিনি ৪০ করেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৫৯ রানে। মিডল বা লোয়ার মিডল অর্ডারে নেমে পরপর দুটি রঞ্জি মরশুমে ৯০০-র বেশি রান করে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করলেন সরফরাজ।

মুম্বই ৩৭৪

মুম্বইয়ের প্রথম ইনিংস আজ ৩৭৪ রানে শেষ হয়েছে। সরফরাজ ২৪৩ বলে ১৩৪ রান করেছেন ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে। শামস মুলানি ১২, তনুশ কোটিয়ান ১৫ রানে আউট হন। ধবল কুলকার্নি ১ ও তুষার দেশপাণ্ডে ৬ রানে আউট হন। পাঁচে নামা সরফরাজ আউট হতেই মুম্বইয়ের প্রথম ইনিংসে যবনিকা পড়ে। মধ্যপ্রদেশের বোলারদের মধ্যে গৌরব যাদব নিয়েছেন চারটি উইকেট। অনুভব আগরওয়াল তিনটি উইকেট নেন। সারাংশ জৈন দুটি ও কুমার কার্তিকেয় একটি উইকেট দখল করেন। এই প্রতিবেদন ছাড়ার সময় অবধি মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ১০ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ২০ রান তুলেছে।

English summary
Mumbai's Sarfaraz Khan Hits Hundred In Ranji Final Against MP And Has Scored More Than 900 Runs In This Season. Fans Want To See Him In The Indian Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X